প্রধানমন্ত্রীর সভা চলাকালীনই মঞ্চ ভেঙে জখম বিজেপির ২০ জন কর্মী। জখম বিজেপি কর্মীদের দ্রুত আরোগ্য প্রার্থনা করল তৃণমূল। জখমদের যেকোনও রকম প্রয়োজনে সহায়তা করা হবে বলে সোশ্যাল মিডিায়ায় জানান তৃণমূল মহাসচিব ও সাংসদ ডেরেকও’ ব্রায়েন। তবে এই দুর্ঘটনার দায়ে বিজেপি নেতৃত্বকেই নিতে হবে বলে দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে।
প্রধানমন্ত্রীর সভা চলাকালীনই মঞ্চ ভেঙে বিপত্তি। সভার মূল মঞ্চের পাশেই তৈরি হয়েছিল স্থানীয় নেত্বত্বের জন্য আরেকটি ছোট মঞ্চ।
সেই মঞ্চই সভার মাঝপথে ভেঙে পড়ে। দুর্ঘটনায় আহত হন ২০ জন। এদের মধ্যে অধিকাংশই মহিলা। তাদের ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যালে। পরে দলের জখম কর্মীদের দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী। কথা বলেন আহতদের সঙ্গে।