বর্ষাকালে সাজগোজ করাটা কিন্তু অন্যান্য ঋতুর চেয়ে একটু কঠিন। এমনকি গরমকালের চেয়েও।মুখে সানস্ক্রিন লাগিয়ে, রোদচশমা চোখে এঁটে বেশ বেরিয়ে গেলেন। সেই ফ্যাশন ট্রিক এখানে মোটেই খাটবেনা। বৃষ্টিতে ভিজে একশা হয়ে গেলে ইশটাইলের দফারফা। আর বর্ষার দিনে স্টাইলের সঙ্গে আরামের কথাটাও মাথায় রাখতে হয়। আপনি এতদিনে বুঝে ফেলেছেন। তবু আরও একবার ঝালিয়ে নেওয়া যাক মনসুন ফ্যাশনের চেকলিস্টটা।
ঝমঝমে বৃষ্টিতে বেরতে হলে, পোশাক বাছার উপর মন দিন। কাদা প্যাচপ্যাচে রাস্তায় চলতে গিয়ে আপনার সাধের লং ড্রেসে কাদার ছিটে লাগলে বর্ষাকালকে দোষ দেবেন না। তাই এই সময় বরং আপনার শর্টস, কেপ্রি, কিউলোটস, হাঁটু অবধি স্কার্ট, ড্রেস যা আছে সেসব হাতের কাছে রাখুন। যারা এথনিক পোশাকে অভ্যস্ত তাঁদের জন্য এই সময়টা সত্যি অসুবিধেজনক। কুর্তির সঙ্গে খাটো ঝুলের পালাজো পরতে পারেন। শাড়ি যদি পরতেই হয়, তাহলে ক্রেপ, শিফন, জর্জেট জাতীয় শাড়ি পরুন। যে পোশাকই পরুন একটু ডার্ক শেড বেছে নিন। বর্ষাকাল মন খুলে রঙিন পোশাক পরার ঋতু।
জুতোর দিকেও খেয়াল রাখুন। ক্রকস, নি লেংথ বুট বর্ষাকালের উপযুক্ত। ফ্লিপফ্লপ পরতে পারেন। তবে পায়ে জল কাদা লাগার সম্ভাবনা আছে। কিন্তু এটাও ঠিক বৃষ্টির দিনে ফ্লিপফ্লপ বেশ কমফোর্টেবল। পরুন, তবে দিনের শেষে বাড়ি ফিরে পা ভালো করে পরিষ্কার করে নিতে মোটেই ভুলবেন না।
এখন তো মিনিম্যালিস্ট ফ্যাশনের ট্রেন্ড। সেই অজুহাতে মেকআপ নিয়ে বেশি ঝক্কি নেবেন না। ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন বা সানস্ক্রিন দিয়ে বেস তৈরি করুন। ব্যস। শুধু চোখের পাতায় থাকুক হালকা আইলাইনারের টান, ঠোঁটে মানানসই লিপস্টিক। বরং বর্ষার দিনে বোল্ড এবং স্টেটমেন্ট, ফাঙ্কি অ্যাক্সেসরিজ পরে কম মেকআপ করার দুঃখটা ভুলুন।ওহ হ্যাঁ। বেরোবার আগে একটু ডিও বা পারফিউম স্প্রে করতে ভুলবেন না প্লিজ।
বর্ষাকালে সেজেগুজে বেরলেই তো হলনা। সঙ্গে ছাতা আছে তো? আপনার পোশাক-আশাকের মতো আপনার ছাতাটিও যেন আপনার ফ্যাশনিস্তা ইমেজের পরিচায়ক হয়। ট্রান্সপারেন্ট ছাতা ব্যবহার করতে পারেন। নানা ধরনের মজাদার প্রিন্টের ছাতাও মন্দ নয়। আপনি যদি বোহেমিয়ান সাজগোজ ভালোবাসেন তবে একটা রঙবেরঙের বিগ আমব্রেলা আপনার বর্ষার স্টাইল স্টেটমেন্টের জন্য কাফি হ্যায়।
রেনকোটের কথা উঠলে ঠোঁট উলটে বলবেন না- ওটা তো বাচ্চাদের জন্য। আপনার মতো ফ্যাশন সচেতনীদের জন্য দারুণ ফ্যাশনেবল রেনকোটও পাওয়া যায়। ভালো মানের রেনকোট ব্রিদেবল হয়। তাই রেনকোটের ভিতর গরমে হাঁসফাঁস করার ভয় থাকেনা।
সব হল। ব্যাগের কথা ভুলে গেলে চলবেনা। ওয়াটারপ্রুফ ব্যাগ ক্যারি করুন। বর্ষার ফ্যাশনে একটা ওয়াটারপ্রুফ টোট ব্যাগের তুলনা হয়না। ও হ্যাঁ আপনার মোবাইল কভারটাও যেন ওয়াটারপ্রুফ হয়।
তবে শুধু টিপটপ সাজলেই হবেনা। বর্ষাকালে হাইজিনের ব্যাপারটাও মাথায় রাখুন। নিয়মিত ত্বক, চুল, নখ পরিষ্কার রাখুন। আর বেরবার সময় অবশ্যই ব্যাগে ক্যারি করুন ফেস ওয়াইপস।