টাকার বিনিময়ে ছাত্র ভর্তির অভিযোগে এবার পুলিশের জালে বিজেপির দুই ছাত্র নেতা। ধৃত সঞ্জু সিং ও শুভ অধিকারী হুগলি জেলার এবিভিপির কর্মী।
হুগলি জেলা পুলিশের কাছে অভিযোগ ছিল, উত্তরপাড়া প্যারীমোহন কলেজে মোটা টাকার বিনিময়ে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলছে এবিভিপির দুই ছাত্র নেতা। অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামে পুলিশ। দেখা যায়, সঞ্জু ও শুভ কলেজে আবেদনকারীদের ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে পছন্দমত বিষয়ে অনার্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ঘটনাচক্রে এদিনই বি কম প্রথম বর্ষে ভর্তিরজন্য এসেছিল দুই ছাত্র। তাদের সঙ্গে যোগাযোগ হয় ওই দুই ছাত্র নেতার। দুই ছাত্রকেই তারা অনার্স পাইয়ে দেবার বিনিময়ে মোটা টাকা দাবি করে। জানা যায় তৃণমূল ছত্র পরিষদ নেতারা বিষয়টি শুনে অভিযুক্ত এবিভিপির দুই কর্মীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ সূত্রে খবর, সঞ্জু সিং কলেজের ছাত্র হলেও শুভ অধিকারী বহিরাগত।
কলেজে ভর্তি দুর্নীতি রুখতে বদ্ধপরিকর রাজ্য সরকার। পথে নেমে সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন কলেজ পরিদর্শণ করেছেন শিক্ষামন্ত্রীও। পদক্ষেপ করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বেশ কযেকজনকে। ভর্তির নামে এবার দুর্নীতিতে নাম উঠলো ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রবক্ত মোদীর দলের দুই ছাত্র নেতার।