গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের পর বর্ষা এসেছে। মানুষ গরম থেকে স্বস্তির আশ্বাস খুঁজছে, কিন্তু যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বর্ষায় বেশ সাবধানে থাকতে হবে।
বর্ষায় জমা ময়লা জল বিভিন্ন প্রকার কীটপতঙ্গ ও মশা মাছির প্রজননের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। আর তাই বর্ষায় একদিকে যেমন মশাবাহিত রোগের প্রকোপ বাড়ে, তেমনি বাড়ে বিভিন্ন রকম জলবাহিত রোগও।
বর্ষার সময় মশা বাহিত রোগগুলি হল ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রভৃতি। এই সব অসুখ গুলিতেই খুব জ্বর থাকে। ম্যালেরিয়ায় জ্বরের সাথে খুব কাঁপুনি ও বমি হতে থাকে। ডেঙ্গুতে জ্বর ছাড়া প্রচন্ড হাত পায়ে ব্যাথা, মাথা ব্যাথা থাকে। চোখে, পেটে ব্যাথা ও র্যাশ থাকতে পারে। চিকুনগুনিয়াতে জ্বর ছাড়া গাঁটে ব্যাথা ও র্যাশ হতে পারে।
বর্ষাকালে মাছি ও জলবাহিত রোগগুলির প্রকোপও বাড়ে- যেমন হেপাটাইটিস, ট্যাইফয়েড ও কলেরা। হেপাটাইটিস এ জ্বরের সঙ্গে প্রচন্ড বমি, পেটব্যথা, খাবার প্রতি অনীহা হয়। সঙ্গে গায়ে ও চোখে হলুদ ভাব দেখা যায়। টাইফয়েডে খুব জ্বর, পেট ব্যাথা এবং পাতলা পায়খানা হতে পারে।
তাই বর্ষার সময় খানিকটা সাবধান হয়ে চললেই দেখবেন অনায়াসেই দূরে সরিয়ে রাখতে পারছেন এইসব অসুখবিসুখকে।
১) বাড়ির চারিদিকে জল জমতে দেবেন না।
২) রাতে মশারি ব্যবহার করুন ও রাতে মশা প্রতিরোধকারী ক্রিম ব্যবহার করুন।
৩) সদ্য রান্না করা খাবার খান। রাস্তার খাবার এড়িয়ে চলুন।
৪) প্রচুর জল খান ও সম্ভব হলে দুবার স্নান করুন। তাতে বর্ষা কালীন বিভিন্ন ত্বকের সমস্যা কম হতে পারে।
৫) জ্বর হলে শুধু প্যারাসিটামল জাতীয় ওষুধ দিন প্রথম দিন। তারপর ডাক্তারের পরামর্শ নিন।
Dr. Sumita Saha, MBBS (Gold medallist), DCH (UK), MRCPCH (UK), is a Consultant Neonatologist and Paediatrician, practising in leading hospitals in Kolkata like Fortis Hospital (Anandapur), Woodlands Multispecialty Hospital, Asia-Columbia Hospital, Bellevue clinic and Mission of Mercy Hospital. Her Paediatric and Neonatal training took place in the U.K. where she worked for 8 years in renowned centres like Nottingham city Hospital, Leeds general infirmary etc.
To contact click on http://www.paediatricdoctorsinkolkata.com/