আজ ৫ই জুন। সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের সারায় সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে পরিবেশ দিবস।
রাষ্ট্রপুঞ্জ ২০১৮ সালের আয়োজক দেশ হিসাবে বিবেচিত করেছে ভারতকে। সেই নিরিখে ভারত তথা প্রত্যেক ভারতবাসীর আজ অত্যন্ত গুরুত্ব পূর্ণ দিন।
এবছরের থিম ‘বিট প্লাস্টিক পলিউশন’।
প্লাস্টিক ও প্লাস্টিকের দূষণ পরিবেশ সুরক্ষার নিরিখে বর্তমান সমাজে খুবই গুরুত্বপূর্ণ সমস্যা এবং আলোচ্য বিষয়।
ইউএন-এর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর ১৩ মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রের মধ্যে নিক্ষেপিত হয়।
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) ২০১৫-র জানুয়ারির রিপোর্টে জানা যায়-প্রতিবছর, ভারতীয় শহর ১৫ হাজারটন প্লাস্টিকের বর্জ্য উৎপন্ন করে যা ১৫০০ ট্রাক পূরণের জন্য যথেষ্ট,যার মধ্যে ৯০০০ টন সংগ্রহ করা হয় এবং পুন:প্রক্রিয়ায় পুনর্ব্যবহৃত হয়, অবশিষ্ট ৬০০০ টন পরিত্যাক্ত হয়।
আয়োজক দিবস হিসেবে ভারত সরকার এই প্লাস্টিক নির্মূল কর্মসূচিতে অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং সর্বপরি আয়োজক দেশ ভারতের হয়ে পথ দেখছে পশ্চিমবঙ্গ।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গ সরকার এবং তার সংস্থার অধীনে সংগঠনগুলি রাজ্য দূষণমুক্ত ও পরিষ্কার করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। নিচে এই ধরনের প্ররোচনা গুলির একটি তালিকা রয়েছে-
- নদীর ও সমুদ্রের তীরবর্তী অঞ্চলে জিরো-প্লাস্টিক ওয়েস্ট ক্যাম্পেইন এর পরিকল্পনাকে লক্ষ করে ২০১১’র মে থেকে মনিটরিং সিস্টেমগুলি ৮০টি স্থানে ইনস্টল করা হয়েছে।
- দিঘা ও শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বিচ পরিস্কার ও স্যানিটেশন, সৈকতবরাবর পরিবেশগত উন্নতি, জীবিকা নির্বাহ ইত্যাদির সাথেও কাজ করা সুন্দরবন এলাকার বাসিন্দাদের জন্য জীবিকা নির্বাহের জন্য আইসিজিএমপি একটি প্রোগ্রাম চূড়ান্ত করছে।
- গঙ্গা নদী অববাহিকায় ‘গ্রসীপলিউটিং ইন্ডাস্ট্রিজ’-এর অধীনে ত্রয়োদশ শিল্পে অনলাইন উপসাগরীয় গুণমান নিরীক্ষনের ব্যবস্থা করা হয়েছে।
- নিয়মিতভাবে পর্যবেক্ষণের জন্য গঙ্গা,দামোদর, ইছামতি, রূপনারায়ণ, তিস্তাও, মহানন্দা নদীতে ১০২ পয়েন্টে জলীয় মান নিরীক্ষণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
- বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের উপর রেন ওয়াটার হর্চাটিং স্ট্রাকচারের অধীনে ৪০ টি প্রকল্প সমাপ্ত হয়েছে।
- উপরন্তু,কলকাতা, হাওড়া, বিধাননগর, উত্তর২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং কুচ বিহার জলাভূমিতে ৯০টি জলাভূমি পরিবেশগত সংরক্ষণ প্রকল্প গুলি সম্পন্ন হয়েছে।
এছাড়াও পরিবেশের অন্যান্য ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের সুখ্যাতি রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ পেয়েছে ।
উনিসেফের পক্ষ থেকে একটি রিপোর্টে বলা হয়েছে সফল পশ্চিমবঙ্গ স্যানিটেশন প্রোগ্রাম এখন উন্নয়নশীল দেশগুলির জন্য একটি বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করছে। ১০০% কভারেজের মাধ্যমে, মেদিনীপুর রাজ্য অন্যান্য জেলাগুলিকে অনুপ্রাণিত করেছে, যেমন, রাজ্যের সামগ্রিক স্যানিটেশন কভারেজ ৬৫%, জাতীয় কভারেজের চেয়ে ৩২% বেশি।
পরিবেশ সচেতনায় পশ্চিমবঙ্গ সরকারের এই প্রয়াস স্বভাবতই সমগ্র বিশ্বে একটি দৃষ্টান্তমূলক দিক হিসাবে কাজ করবে।।