গত শুক্রবার হায়দ্রাবাদের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুনের ঘটনার জেরে উত্তাল হয়েছে গোটা দেশ। এবার এই ঘটনার কোনো প্রভাব যাতে শহরে না পরে, তার জেরে আরও সতর্ক হল কলকাতা পুলিশ। শনিবার পুলিশ কমিশনার অনুজ শর্মা কলকাতা পুলিশের প্রত্যেক ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও থানার ওসিদের সতর্কবার্তা পাঠান।
পুলিশ কমিশনার জানিয়েছেন, হায়দ্রাবাদে এক মহিলার উপর নির্যাতনের ঘটনা ঘটেছে। কলকাতা পুলিশের প্রত্যেক ডিসি, এসি ও ওসিকে বলা হচ্ছে তাঁরা যেন তাঁদের অফিসার ও অধস্তন কর্মীদের বিশেষভাবে সতর্ক করেন। মহিলাদের উপর কোনও অত্যাচারের অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই যেন কড়া ব্যবস্থা নেওয়া হয় পুলিশের তরফে। দ্বিতীয় ভাবনা ছাড়াই অভিযুক্তর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে।
ইতিমধ্যে মহিলাদের উপর নির্যাতন নিয়ে প্রত্যেকটি থানাকে এসওপি বা বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশগুলি যেন অতি অবশ্যই মানা হয়, তা দেখতে বলা হয়েছে। প্রত্যেকটি থানার ডিউটি অফিসার, বিট অফিসার, পেট্রোল পার্টিকে থানার ওসিরা বিশেষভাবে সতর্ক করেন। পুলিশ বাহিনীর প্রত্যেকেই যেন এই নির্দেশ মেনে চলে। পুলিশ কমিশনারের এই নির্দেশ পাওয়ার পর প্রত্যেক থানার ওসি পুলিশ কর্মী ও অফিসারদের নিয়ে বৈঠক করেন।
এখন গভীর রাতেও শহরের বহু মহিলা কাজ সেরে বাড়ি ফেরেন। রাতে বাস না পেলে শেয়ার ট্যাক্সি বা অ্যাপ ক্যাবে ফিরতে হয় তাঁদের। চলন্ত গাড়িতে যাতে তাঁরা কোনও হামলার শিকার না হন, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। কোন মহিলার চিৎকার কানে এলেই পুলিশকর্মীদের বলা হয়েছে সেই গাড়ির পিছু নিতে। শহরের আরও বেশ কয়েকটি এলাকায় বেশি সংখ্যক সিসিটিভি বসানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
লালবাজারের এক কর্তা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত তেজস্বিনী প্রকল্পের আওতায় শহরের মহিলাদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে শ্লীলতাহানি বা যে কোনও নির্যাতনের হাত থেকে তাঁরা নিজেদের নিজেরা বাঁচাতে পারেন। এছাড়াও রয়েছে পুলিশের রেসপেক্ট উইম্যান প্রকল্প। কিন্তু হায়দ্রাবাদের ঘটনাটি ঘটার পরে কলকাতা পুলিশ আর কোনও ঝুঁকি নিতে রাজি নয়। তাই থানার ওসিরা ইতিমধ্যেই নিজেদের এলাকায় যে রাস্তাগুলি রাতে বেশি নির্জন, সেগুলির ওপর বিশেষ নজরদারি শুরু করেছেন। থানার নাইট অফিসারদের বলা হয়েছে, তাঁরা যেন ওই অঞ্চলগুলিতে বেশি করে টহল দেন। এছাড়াও বাইক নিয়ে যে পুলিশকর্মীরা রাতে টহল দেন, তাঁদেরও এলাকাগুলির উপর বিশেষ নজর দিতে বলা হয়েছে।