পেঁয়াজের ঝাঁজে এখন নাকানিচোপানি খাচ্ছে বহু রাজ্য। পশ্চিমবঙ্গে পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকা প্রতি কেজি দরে। পাশাপাশি লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে অন্যান্য সবজিরও। মধ্যবিত্তদের কপালে পড়েছে ভাঁজ। সেই মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম। ডিসেম্বরের শুরু থেকে কার্যকর নয়া দাম। এবার থেকে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার কিনতে গেলে দিতে হবে ৭২৫ টাকা ৫০ পয়সা।
কেন্দ্রের মোদী সরকার বছরে ১৪.২ কেজি ওজনের বারোটি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেয়। ভর্তুকিহীন দামে গ্যাস সিলিন্ডার কেনেন গ্রাহক। তবে পরে ভরতুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। তবে বারোটির বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে আর কোনও ভর্তুকি পান না গ্রাহকেরা। এবার সেই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামই বেড়ে গেল। ডিসেম্বরের শুরুতেই সাড়ে ১৯ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম দাঁড়াল ৭২৫ টাকা ৫০ পয়সা। গত মাসে একইভাবে বেড়েছিল রান্নার গ্যাসের দাম। এ নিয়ে মোট চার মাসে ১২৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের।