হায়দ্রাবাদের তরুণী পশু চিকিৎসক খুনে উত্তাল গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। প্রতিবাদ হচ্ছে সর্বত্র। কিন্তু খোদ দিল্লী দরবারে দেখা গেল অন্য চিত্র। তরুণী ধর্ষণ-কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হল আর এক তরুণী। রাজধানীতে সংসদের অদূরে প্ল্যাকার্ড হাতে ধর্ণায় বসেন অনু দুবে নামে এক তরুণী৷ সাংবাদিকরা সেসময় তাঁকে প্রশ্ন করতে এলে তিনি জানান, ‘আমি আর্জি জানাচ্ছি সেই মহিলাদের কাছে যারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, তাঁরা আমাকে তাদের গল্প বলুক৷ আমি তাদের জন্য প্রতিবাদ করব৷’
তিনি আরও বলেন, শুধুমাত্র হায়দ্রাবাদের তরুণী পশু চিকিৎসক ধর্ষণের ঘটনাতে আজ ধর্ণায় বসেননি তিনি৷ তিনি প্রতিবাদ করছেন সেই সব নির্যাতনের ঘটনার যা ২০১২ সাল থেকে দেশের মহিলাদের সঙ্গে ঘটে চলেছে৷ ওই তরুণী সকাল থেকে বেশ কয়েকঘন্টা প্লাকার্ড হাতে নির্বাক প্রতিবাদে বসে সংসদ ভবনের অদূরে৷ মূলত তাঁর প্রতিবাদ ছিল, হায়দ্রাবাদ পুলিশের বিরুদ্ধে৷
কারণ পুলিশকে খবর দেওয়া পর পুলিশ ওই তরুণীর ফোন ট্র্যাক করতে অস্বীকার করে পুলিশ। কর্মী না থাকার দরুণ ফোন ট্র্যাক করা যাবে না বলে পরিবারের সূত্র থেকে জানা গিয়েছে। যদিও ফোন নিয়েই প্রশ্ন তুলে বিতর্ক তৈরি করেছেন তেলঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি। এদিন নির্বাক প্রতিবাদের সময় ওই তরুণীকে কাঁদতেও দেখা যায়৷ তবে এরপরই অকুস্থলে আসে পুলিশ৷ অনু দুবে নামে ওই তরুণীকে তারা উঠে যেতে অনুরোধ করে৷ এমনকি তাকে যন্তরমন্তরের সামনে গিয়ে প্রতিবাদ করার পরামর্শও দেয় পুলিশ৷ তবে পুলিশ কোনও কথাতেই কান দেয়নি তরুণী৷ এরপরই তাঁকে জোর করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ৷ যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷