বর্তমান ভারতীয় চলচ্চিত্রে চিত্রনাট্যে স্থান করে নিচ্ছে ক্রীড়া জগৎ ও সেই জগতের মানুষরা। তবে এই ধারার এত ছবির মধ্যে কিছু ছবি বানিয়ে অ্যাথলিটদের ভাবাবেগে আঘাত করেছেন পরিচালক। তাদের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। বলিউড ছবি কমান্ডো ৩-এর পরিচালক আদিত্য দত্তের বিরুদ্ধে এভাবেই সুর চড়ালেন ভারতীয় কুস্তিগির যোগেশ্বর দত্ত। এও জানালেন, গোটা বিষয়টিতে তিনি অত্যন্ত ব্যথিত।
শুক্রবার মুক্তি পেয়েছে কমান্ডো সিরিজের তৃতীয় ছবিটি। কিন্তু ছবিতে পরিচালক যেভাবে একজন কুস্তিগিরকে দেখিয়েছেন, তা একেবারেই পছন্দ হয়নি লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী তারকার। ছবির একটি দৃশ্যে দেখা যায়, অ্যাথলিটের হাতে হেনস্তার শিকার হয় এক স্কুল ছাত্রী। এতেই আপত্তি যোগেশ্বরের। একজন অ্যাথলিটের চরিত্রকে খারাপভাবে দেখানো হয়েছে বলে দাবি তাঁর। বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করাই কোনও ছবির একমাত্র উদ্দেশ্য হতে পারে না বলে মনে করছেন তিনি। টুইটারে তাই পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যোগেশ্বর।
কুস্তিগির লেখেন, “প্রিয় আদিত্য দত্তজি, আমি আপনার ছবির ট্রেলার দেখলাম। আপনি একজন পরিচালক। তাই আপনার পরিচালনা নিয়ে কোনও মন্তব্য আমি করতে পারি না। কিন্তু বক্স অফিসে ব্যবসা করাই শেষ কথা নয়। কোনও অ্যাথলিটকে কলঙ্কিত করার অধিকার আপনাকে কেউ দেয়নি। তাই দয়া করে অ্যাথলিটদের চরিত্রহীন হিসেবে তুলে ধরা বন্ধ করুন। আমরা দেশকে পদক এনে দেওয়ার জন্য অনেক পরিশ্রম করি। কোনও মহিলার সঙ্গে অপ্রীতিকর আচরণের আমি তীব্র বিরোধিতা করি। তাই ভুল কিছু দেখিয়ে সমস্যার সমাধান হবে না।”