গান্ধী পরিবারের ওপর আর হামলার আশঙ্কা নেই এই অজুহাতে রাহুল-সোনিয়াদের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করেছে কেন্দ্রের মোদী সরকার। তাঁদের নিরাপত্তায় বরাদ্দ হয়েছে ৯ বছরের পুরনো গাড়ি। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই তীব্র সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। এবার এই সিদ্ধান্তের প্রতিবাদে নিজেদের দলীয় মুখপত্র সামনায় সরব হল শিবসেনা।
শিবসেনার মুখপত্র সামনার সম্পাদকীয়তে এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগা হয়েছে৷ সমনায় বলা হয়েছে, দিল্লী হোক বা মহারাষ্ট্র রাজনৈতিক নেতারা যেন এমন পরিবেশ পান, যেখানে তাঁরা নিরাপদ বোধ করবেন৷ সরকারের এরকম পরিবেশ দেওয়ার দায়িত্ব রয়েছে৷ শিবসেনার মুখপত্রে আরও বলা হয়েছে, কারও জীবন নিয়ে ছেলেখেলা করা যায় না৷ অন্য কারও সুরক্ষা কেন্দ্র নিশ্চিত করলে, গান্ধীদেরও করা উচিত৷
এবার থেকে এসপিজি নিরাপত্তা যে শুধু নরেন্দ্র মোদীই পাবেন না এমন আইন রদ করা হয়েছে। যা নিয়েও নিন্দায় মুখর হয়েছেন বিরোধীরা। এসপিজি সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এর আগে গান্ধী পরিবারের সদস্যদের থেকেও এসপিজি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর এই নিয়ে সংসদে তুমুল হট্টগোল হয়৷ এর আঁচ যে মহারাষ্ট্রে পড়ল, তা বলাই যায়৷