ইস্টবেঙ্গলের শতবর্ষ উৎসব উদযাপনে ইংলিশ প্রিমিয়ার লিগের নামী ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। শতবর্ষের প্রথম বছর পূর্তিতে ১ আগস্ট কলকাতায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ইস্টবেঙ্গলের প্রীতি ম্যাচ খেলানোর চেষ্টা চলছে জোরকদমে।
বৃহস্পতিবার কলকাতা এসে যুবভারতী পরিদর্শন করলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবল ডিরেক্টর অ্যালেন ডসন ও ট্যুর ডিরেক্টর ক্রিস্টোফার কোম্যান। এঁদের যুবভারতী স্টেডিয়ামের যাবতীয় পরিকাঠামো ও সুযোগ–সুবিধা ঘুরিয়ে দেখান ইস্টবেঙ্গল প্রতিনিধি সুমন দাশগুপ্ত।
শতবর্ষ উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এর আগে চলতি বছরের শেষে সলমন খান নাইট আয়োজনের উদ্যোগ নিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সে পরিকল্পনা ভেস্তে যায় সলমন খানের দাবি মতো টাকা ছাড়াও ওই সময় আর একটি অনুষ্ঠানের জন্য পুলিশের প্রয়োজনীয় অনুমতি না মেলায়। তবে তার জন্য শতবর্ষে বড় চমক দেওয়ার রাস্তা থেকে সরে আসেননি লাল–হলুদ কর্তারা। শতবর্ষের শুরুতে মজিদ বাসকারকে এনে সদস্য–সমর্থকদের মন জিতেছিলেন তাঁরা।