গোলাপি বলের দিনরাতের টেস্টে ইডেনের বাইশ গজ কী রকম আচরণ করবে তা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। এবার ইডেনের বাইশ গজ নিয়ে প্রশংসা করেছেন বিরাট কোহলি।
ইডেন সাক্ষী থেকেছে বিরাট কোহালির ২৭তম টেস্ট সেঞ্চুরির। মনেই হয়নি গোলাপি বলে গতিময় উইকেটে ব্যাট করতে গিয়ে কোনও সমস্যায় পড়েছেন ভারত অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের মুশফিকুর রহিমও ৭৪ রান করেছেন।
শুধু বিরাট নন, মহম্মদ শামি থেকে ইশান্ত শর্মা, প্রত্যেকেই ইডেনের উইকেটে সাফল্যে পেয়ে খুশি। ম্যাচ শেষে ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের কাছে পিচ নিয়ে প্রশংসা করে গিয়েছেন বিরাট নিজে। সুজন বলছিলেন, ‘‘ম্যাচের আগে কখনও পিচ দেখতে আসে না বিরাট। ম্যাচ শেষে বলে গেল, এ বার থেকে প্রত্যেক ম্যাচে এ রকমই উইকেট চাই। বিরাটের এই আবদার আমার কাছে অনুপ্রেরণার মতো।’’