মাঠের মধ্যে যেমন চলে জেতার লড়াই, তেমনই মাঠের বাইরে চলে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। আর এই মুহূর্তে ক্রিকেটে দুই কিংবদন্তির লড়াই চর্চিত। বিরাট কোহলি ও স্টিভ স্মিথ। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলের দৌড়ে আছে এই দুই যুযুধান। একে স্মিথ আর দুইয়ে কোহলি। তবে দুজনের মধ্যে পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়। আর এই মুহূর্তে আরও একধাপ এগিয়ে স্মিথের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ভারত অধিনায়ক। মঙ্গলবার প্রকাশিত তালিকায় আগের মতো দ্বিতীয় স্থানে থাকলেও অজি তারকাটির সঙ্গে কোহলির পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে তিন। আপাতত স্মিথের রেটিং পয়েন্ট ৯৩১। আর বিরাটের ঝুলিতে রয়েছে ৯২৮ পয়েন্ট। আর তিন পয়েন্ট পেলেই স্মিথকে ছাড়িয়ে যাবেন ‘ভিকে’।
বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে দিন-রাতের টেস্টে দুরন্ত শতরান করার সৌজন্যেই কোহলির পয়েন্ট অনেকটাই বেড়ে গিয়েছে। এছাড়া ব্যাটসম্যানদের তালিকায় চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে চেতেশ্বর পূজারা (৭৯১ পয়েন্ট) ও অজিঙ্কা রাহানে (৭৫৯ পয়েন্ট)। সবচেয়ে চমকপ্রদ উত্থান ঘটেছে মায়াঙ্ক আগরওয়ালের। ইন্দোরে ২৪৩ রানের ইনিংসের সুবাদে টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম দশের তালিকায় ঢুকে পড়েছেন ভারতের তরুণ ওপেনারটি। এই মুহূর্তে তাঁর ঝুলিতে ৭০০ রেটিং পয়েন্ট।
টেস্টে ব্যাটসম্যানদের পাশাপাশি ভারতীয় পেস বোলাররাও দারুণ ফর্মে রয়েছেন। জশপ্রীত বুমরার অবর্তমানে মহম্মদ সামি, উমেশ যাদব, ইশান্ত শর্মাদের দাপটে বাংলাদেশের বিরুদ্ধে হেলায় সিরিজ জিতেছে ভারত। তার প্রতিফলন ঘটেছে টেস্ট র্যাঙ্কিংয়েও। কেরিয়ারের সর্বাধিক পয়েন্ট অর্জন করেছেন ইশান্ত শর্মা ও উমেশ যাদব। তাঁরা রয়েছেন যথাক্রমে ১৭ ও ২১ নম্বর স্থানে। বোলারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। ৭৭২ পয়েন্ট নিয়ে তিনি আপাতত ৯ নম্বরে রয়েছেন। চোটের জন্য মাঠের বাইরে থাকার ফলে বুমরাহ চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে এসেছেন। এছাড়া একধাপ এগিয়ে ১৫ নম্বর স্থানে আছেন রবীন্দ্র জাদেজা।