সতর্ক করেছিলেন প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর রঘুরাম রাজন। বলেছিলেন, “ছোট শিল্পের জন্য মোদী সরকারের আনা মুদ্রা ঋণ প্রকল্প অনুৎপাদক সম্পদ বাড়াতে পারে”। কিন্তু তার কথাকে সারমর্মহীন তকমা দিয়েছিলেন তৎকালীন অথর্মন্ত্রী অরুণ জেটলি। কিন্তু শেষে রাজনের আশঙ্কাই সত্যি হয়েছে। মুদ্রা যোজনায় ঋণে অনুৎপাদক সম্পদ বাড়ায় মঙ্গলবার ব্যাঙ্কিং মহলকে সতর্ক করেছেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এম কে জৈন।
২০১৫ সালের ৮ এপ্রিল মুদ্রা যোজনা চালু হয়েছিল। বছর দেড়েক বাদে হয় নোটবন্দি। এই নোটবন্দিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ছোট ব্যবসায়ীরাই। নগদের অভাবে ওই ঋণ শোধ করতে হিমশিম খান অনেকে। ব্যাঙ্কগুলিতে বাড়ে অনুৎপাদক সম্পদের বোঝা।
দেশের অর্থনীতির এই বেহাল দশায় এই সব ধারে কড়া নজরদারি চালাতে বলেছেন ব্যাঙ্কগুলিকে। ইতিমধ্যেই ৩.২১ লক্ষ কোটি টাকা পেরিয়েছে মুদ্রা ঋণ। অনুৎপাদক সম্পদও ২০১৮-১৯ সালে আগের বছরের থেকে এক লাফে ১২৬% বেড়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে যা ছিল ৭২৭৭.৩১ কোটি টাকা, তা-ই পরের বছর বেড়ে হয়েছে ১৬,৪৮১.৪৫ কোটি।