অবশেষে মঙ্গলবার যবনিকা পতন ঘটেছে মহারাষ্ট্রে বেশ কিছু দিন ধরে চলতে থাকা ‘মহা’-নাটকের। যার পর গতকাল সন্ধ্যায় পূর্বসিদ্ধান্ত মত শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকেই দলনেতা হিসেবে বেছে নিয়েছে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের ‘মহা’-জোট ‘মহারাষ্ট্র বিকাশ আগাড়ি’। পাশাপাশি সর্বসম্মত ভাবে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবেও উদ্ধবের নাম ঘোষণা করেছে তাঁরা। আজ বুধবার শুরু হল মহারাষ্ট্রের চোদ্দতম বিধানসভার প্রথম অধিবেশন। এদিন সকালে একে একে শপথ নিতে শুরু করেন নবনির্বাচিত বিধায়করা। শপথ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ, এনসিপি নেতা অজিত পাওয়ার-সহ অন্যান্য বিধায়করা। সরকার গঠন ও মুখ্যমন্ত্রী নিযুক্ত হওয়ার আগেই বিধানসভার অধিবেশন বসার বিরল ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্র।
এদিন সকাল সাড়ে ৮টা মহারাষ্ট্র বিধানসভায় সদ্য নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ শুরু হয়। বিধায়কদের শপথের জন্য রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারীর আহ্বানে বিধানসভার এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। একে একে সকলকে শপথবাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার কালীদাস কোলম্বকর। অন্যদিকে, বুধবার সকালেই বিধানভবনের প্রবেশদ্বারে দাঁড়িয়ে সব বিধায়কদের শুভেচ্ছা জানান শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। তুতো ভাই অজিত পাওয়ারকে আলিঙ্গন করেও অভিবাদন জানান। এনসিপির মধ্যে যে আর কোনও দ্বন্দ্ব নেই, এভাবে সেই বার্তাই দেন তিনি। শুধু তাই নয়। করমর্দন করে ফডনবিশকেও শুভেচ্ছা জানান সুলে।