বিগত কয়েক মাস ধরেই দফায় দফায় সংবাদের শিরোনামে উঠে এসেছে কলকাতা মেট্রো। আগুন ধরা থেকে রেক বিকল, অথবা দরজার যান্ত্রিক ত্রুটি থেকে শুরু করে সাধারণ যাত্রীর মৃত্যু- বারবার প্রশ্ন উঠেছে কলকাতা মেট্রোর নিরাপত্তা নিয়ে। এসব কিছুকে অবশ্য পিছনের সারিতে ফেলে রেখেই একলাফে ভাড়া বাড়িয়ে ফেলল ‘ঐতিহাসিক’ কলকাতা মেট্রো। স্বাভাবিকভাবেই মেট্রোর এই ভাড়া বৃদ্ধি নিয়ে তীব্র অসন্তোষ শুরু হয়েছে যাত্রীদের মধ্যে।
এর আগে মেট্রোতে ০-৫ কিলোমিটার পর্যন্ত মেট্রো ভাড়া ছিল ৫ টাকা। ৫ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত ছিল ১০ টাকা, ১০-২০ কিলোমিটার ১৫ টাকা। ২০ থেকে ২৫ কিলোমিটার ২০ টাকা এবং তার বেশি গেলে একধাক্কায় ভাড়া হয়ে যেত ২৫ টাকা। তবে মেট্রোর নিত্য দুর্ঘটনাকে গুরুত্ব না দিয়ে হঠাৎ এভাবে ভাড়া বৃদ্ধিতে নিত্যযাত্রীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে কি? এমনটাই ভাবছে বিশেষজ্ঞ মহল।
মঙ্গলবার মেট্রো সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ ডিসেম্বর থেকে নয়া চার্ট অনুসারে যাত্রীদের থেকে ভাড়া কাটবে মেট্রো কতৃপক্ষ। আগে যেখানে ৫ কিলোমিটার পর্যন্ত মেট্রোর ভাড়া ছিল ৫ টাকা। কিলোমিটার কমিয়ে ওই ৫ টাকা বরাদ্দ করা হয়েছে ২ কিলোমিটার পর্যন্ত। ২ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত মেট্রোভাড়া করা হয়েছে ১০ টাকা। ৫ থেকে ১০ কিলোমিটারের জন্য ভাড়া ১৫ টাকা। এবং ১০-২০ কিলোমিটার ২০ টাকা ও তারও বেশি হলে ২৫ টাকা। অর্থাৎ আগের তুলনায় এবার আরও খানিক পকেটে টান পড়তে চলেছে মেট্রোর নিত্যযাত্রীদের।