এতদিন পেঁয়াজ কাটতে গিয়ে গৃহিণীর চোখে জল আসা ছিল স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখন পেঁয়াজ কিনতে গিয়ে গৃহস্থের চোখেও জল আসছে। কারণ চড়চড় করে বাড়তে থাকা পেঁয়াজের মূল্য। বাজারে অন্যান্য সব্জির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজের দাম।
বর্তমানে একশো টাকার বাইরে পেঁয়াজের কিলো। এর পেছনে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ না থাকাকে দায়ী করে পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ। মঙ্গলবার এই অবরোধে বেশ যানজট তৈরি হয় মেদিনীপুর শহরে। বাজারে বিভিন্ন সব্জির দাম বেড়ে যাওয়া রুখতে রাজ্য সরকারের পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠন করে মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে।
মূলত ফড়েদের বেআইনি মজুতের কারণে এই মূল্যবৃদ্ধি হচ্ছে বলেই দাবি প্রশাসনের ও সাধারণ মানুষের। মেদিনীপুর শহর-সহ জেলা জুড়ে পেঁয়াজের দাম একশো টাকার বেশি। তাই মঙ্গলবার দুপুরে মেদিনীপুর শহরের কালেক্টরেট দফতরের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখায় জনগণ। এমনকি রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান তাঁরা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ করে এই বিক্ষোভ চলে। শেষে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা।