মোদী আমলে অর্থনৈতিক মন্দার জেরে জেরবার গোটা দেশ। সেই মন্দার কোপে একে একে কেন্দ্রীয় সংস্থাগুলোকে বেসরকারি করে দেওয়ার পথে নেমেছে মোদী সরকার। সেই কোপ গিয়ে পড়েছে প্রথমেই ভারতীয় রেলে। আর তার জের পড়তে পারে সাধারণ মানুষের ওপর। আশঙ্কা ছিল ট্রেন ভাড়া বাড়তে পারে। এবার সেটা বাড়িয়ে দিল রেল সূত্রের খবর। এক সর্বভারতীয় দৈনিকের খবর অনুযায়ী শীঘ্রই বাড়তে চলেছে ট্রেনের যাত্রী ভাড়া। রেলের সূত্র উল্লেখ করে ওই খবরে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকেই নতুন হারে যাত্রী ভাড়া চালু হতে পারে। তবে পন্যের ভাড়া বাড়ছে না।
এখন সংসদে শীতকালিন অধিবেশন চলছে। রেল সূত্র জানিয়েছে, এই অধিবেশন শেষ হলেই ভাড়া বৃদ্ধি ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত পাকা হয়ে যাওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবুজ সঙ্কেতও মিলেছে বলে ওই খবরে দাবি করা হয়েছে। সব ঠিক থাকলে ভাড়া বাড়বে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে।
রেল সূত্র জানিয়েছে, চলতি আর্থিক দুরাবস্থা থেকে মুক্তি পেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ থেকে ১০ শতাংশ হারে বাড়বে ভাড়া। তবে সড়ক পথে পরিবহণ খরচের সঙ্গে পাল্লা দিতে পন্যবাহী ট্রেনের ভাড়া বাড়বে না। দূরপল্লার সঙ্গে সঙ্গে লোকাল ট্রেনের টিকিটও দামি হবে কিনা সে ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি।