ক্ষমতায় আসার পর থেকে বাংলাকে উন্নয়নে ভরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে স্বাস্থ্য থেকে শিক্ষা, রাস্তাঘাট থেকে প্রযুক্তি ইত্যাদি সব দিকেই ফুলেফেঁপে উঠেছে বাংলা। উন্নতি হয়েছে সবদিকেই। ব্যাপক উন্নতি শিক্ষাক্ষেত্রেও। মানুষ পেয়েছে একাধিক নয়া বিশ্ববিদ্যালয়। এবার জঙ্গলমহলে বিশ্ববিদ্যালয় গড়তে চলেছে মমতা সরকার।
জঙ্গলমহলের মানুষ দীর্ঘদিন ধরেই একটি বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছে। এবার সেই দাবি পূরণের পালা। মানুষের দাবি কখনও ফেলেন না মমতা। তাই তাঁদের আবদারে সাড়া দিয়েই এই ঘোষণা করা হয়েছে।
২০১১ সালে ক্ষমতার পালাবদলের পর থেকে সবকিছু থেকে বঞ্চিত থাকা জঙ্গলমহলের ছবিটা বদলাতে শুরু করে। জঙ্গলমহলের উন্নয়নে একাধিক কর্মসূচী নেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মানুষের দাবি মেনে শুরু হয় একের পর এক উন্নয়নমূলক কাজ। তখন থেকে জঙ্গলমহলের গরিব ছেলেমেয়েদের সুবিধার্থে জেলাতেই একটি বিশ্ববিদ্যালয়ের দাবি জানান এলাকাবাসী। সেই দাবি মেনেই এবার ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরির সিদ্ধান্ত সরকারের।
ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করেছে পূর্ত দফতর। প্রায় সাড়ে ২০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় তৈরির জন্য সময়সীমা ধার্য করা হয়েছে ২ বছর। এই সময়কালের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কাজ শেষ করতে হবে। দরপত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য হস্টেল, স্টুডেন্টস অ্যাক্টিভিটি সেন্টার, গেস্ট হাউজ, গ্রন্থাগার ভবন সবই তৈরি করা হবে।