মেট্রো কর্তৃপক্ষ নিরাপত্তার জন্য হাজারো কর্মসূচি গ্রহণ করলেও আখেরে কোনো লাভ হচ্ছে না। ফের তার প্রমাণ মিলল। মঙ্গলবার ফের অফিস টাইমে মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। তার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
১০টা ৪২ মিনিট নাগাদ ময়দান মেট্রো স্টেশনে ডাউন লাইনে ঝাঁপ দেন এক মহিলা। তারপরই বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধারের পর পরিষেবা স্বাভাবিক হবে। যিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন, এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। তবে মহিলা বিবাহিতা এটুকু বোঝা যাচ্ছে।
এই ঘটনার ফলে চাঁদনি চক থেকে মহানায়ক উত্তরকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে। আপ ও ডাউন লাইনে মেট্রো চলছে সেন্ট্রাল থেকে দমদম/নোয়াপাড়া এবং মহানায়ক উত্তর কুমার (টালিগঞ্জ) থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) স্টেশন পর্যন্ত।
মেট্রোয় মাঝেমধ্যেই আত্মহত্যার ঘটনায় ভোগান্তির শিকার হতে হয় সাধারণ যাত্রীদেরই। কীভাবে নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে এমন ঘটনা ঘটে, সে নিয়েও ফের প্রশ্ন উঠে গেল। তবে সবচেয়ে সমস্যায় পড়লেন নিত্য যাত্রীরা। সপ্তাহের কর্মব্যস্ত দিনে গন্তব্যে পৌঁছতে অনেকেই ধরলেন বিকল্প পথ।