‘মহারাষ্ট্রের সরকার গঠনে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির ভূমিকা কোনও অংশে কম নয়। তাঁর জন্যই আজ এই অভাবনীয় পরিস্থিতির তৈরি হয়েছে। নৈতিক দায় নিয়ে অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত।’ গতকাল এভাবেই রাজ্যপালের পদত্যাগের দাবি তুললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। উত্তরপ্রদেশ কংগ্রেসের শীর্ষনেতা প্রদীপ মাথুরও একই সুরে মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একহাত নিয়েছেন বিজেপিকে। তিনি বলেছেন, ‘মহারাষ্ট্রে সরকার গঠন করতে গিয়ে দেশের সংবিধানকে ভেঙে খানখান করে দিয়েছে বিজেপি। যা অত্যন্ত দুর্ভাগ্যের।’
মহারাষ্ট্রের সরকার গঠনে বিজেপির ভূমিকা নিয়ে এখন তোলপাড় গোটা দেশ। এনসিপি নেতা তথা শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছে গেরুয়া শিবির। গতকাল রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফডনবিশ। সরকার গঠনের এই প্রক্রিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস, এনসিপি ও শিবসেনা। সেই সঙ্গে বিধানসভায় বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবিও তুলেছে কংগ্রেস।
গেহলট এদিন বলেছেন, ‘মহারাষ্টে বিস্ময়করভাবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফডনবিশ। তাঁর ডেপুটি হয়েছেন অজিত পাওয়ার। একেবারে অগণতান্ত্রিক পদ্ধতিতেই এই সরকার গঠন করা হয়েছে। ন্যূনতম স্বচ্ছতা থাকলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেখাক বিজেপি।’ এরই পাশাপাশি তাঁর অভিযোগ, ’মহারাষ্ট্রের এমন পরিস্থিতির জন্য দায় এড়াতে পারেন না রাজ্যপাল। সেই দায় মাথায় নিয়ে অবিলম্বে তিনি পদত্যাগ করুন।’