শহরের রাস্তায় রোদ-জল উপেক্ষা করে যান নিয়ন্ত্রণ করেন ট্রাফিক পুলিশ। এবার তাদের সুরক্ষার কথা ভেবে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ। ট্রাফিক পুলিশদের ইলেকট্রিকাল গ্লাভস দিচ্ছে লালবাজার। এই বিশেষ দস্তানার মধ্যেই সিগনাল পোস্টের আদলে জ্বলবে লাল ও সবুজ আলো। অত্যাধুনিক দস্তানা পরেই শহরের মোড়ে মোড়ে দায়িত্ব সামলাবেন ট্রাফিক পুলিশকর্মীরা।
এই নয়া ইলেকট্রিকাল গ্লাভস সকল ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে পৌঁছে গেলে শহরের দুর্ঘটনা অনেক কমে যাবে বলে ধারণা পুলিশের। কারণ, এই ইলেকট্রিকাল গ্লাভসের মধ্যেই থাকবে লাল ও সবুজ আলো। সঙ্গেই থাকবে ব্যটারি ও সুইচ। প্রয়োজন পড়লে সুইচ টিপলেই জ্বলে উঠবে লাল ও সবুজ আলো। পথচলতি মানুষকে সতর্ক করা যাবে। ইতিমধ্যেই ২০টি ইলেকট্রিকাল গ্লাভস কিনেছে লালবাজার। হাইকোর্ট, ধর্মতলা সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে আপাতত পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, রাতের অন্ধকারে কলকাতা শহরের একাধিক রাস্তায় তুলনামূলক কম আলো থাকায় ট্রাফিক পুলিশ কর্মীদের দূর থেকে স্পষ্ট দেখতে পান না গাড়ির চালকেরা। কিছু কিছু মোড়ে ট্রাফিক পুলিশ কর্মীদের এমন বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় যে অনেক সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার উপক্রম হয়ে যায়। সেই কথা মাথায় রেখেই এর আগে এলইডি লাইট লাগানো জ্যাকেট দেওয়া হয়েছিল ট্রাফিক পুলিশ কর্মীদের। যেই জ্যাকেটের মধ্যে লাল-সবুজ আলো জ্বলে উঠত। এবার সেই ধাচেই ইলেকট্রিকাল গ্লাভসের পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ।