মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে নাটক অব্যাহত। শেষ পর্যন্ত সেই নাটক গড়াল সুপ্রিম কোর্টের দরজা পর্যন্ত। আপাতত সরকার গড়ার জট আটকে গেল সুপ্রিম কোর্টে। সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে হবে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া দেবেন্দ্র ফডনবিশকে। সেই নাটক সারা দেশের রাজনীতিতে দোলাচালে ফেলেছে। নিন্দার ঝড় উঠেছে নানা মহলে। এইবার সেই বিষয় নিয়ে নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ তাঁর কথায়, মহারাষ্ট্রে সংবিধান হত্যা করেছে বিজেপি৷ এরপর বিজেপির কোন অধিকার নেই তৃণমূলের বিরুদ্ধে সংবিধান ধ্বংসের প্রশ্ন তোলা৷
এক লিখিত বিবৃতিতে সোমেন মিত্র বলেন, “মহারাষ্ট্রে সংবিধান হত্যা করেছে বিজেপি৷ তাই বাংলার মানুষ এমন একটি রাজনৈতিক দলকে বিশ্বাস করবে না। ” উল্লেখ্য, শনিবার সকালে আচমকা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নেন দেবেন্দ্র ফডণবিশ। তাঁর সঙ্গেই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এনসিপি অজিত পাওয়ার। খবর ছড়াতেই গোটা দেশজুড়ে এনিয়ে হইচই শুরু হয়ে যায়। নানা মহল থেকে প্রশ্ন উঠছে কি করে এইভাবে সরকার গঠন করতে পারে বিজেপি। যখন তাঁদের হাতে ম্যাজিক ফিগার নেই তখন তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর পদে কিভাবে বসতে পারেন দেবেন্দ্র ফডনবিশ। সব প্রশ্নেরই উত্তর দেবে সুপ্রিম কোর্টের রায়।