ইডেনের ঐতিহাসিক পিঙ্ক বলের টেস্ট ম্যাচে ভারত বাংলাদেশকে হারিয়ে দু’ম্যাচের সিরিজ জিতে নিয়েছে। সেই জয়ের জন্য বিরাট কোহলি ও টিম ইন্ডিয়াকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন ‘ ইডেন গার্ডেন্সে আয়োজিত দেশের প্রথম পিঙ্ক বলের টেস্ট ম্যাচ জয়ের জন্য বিরাট ও টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানাই।’ তিনি আরও লেখেন, ‘এই ম্যাচটি ক্রিকেট ও কলকাতার জন্য ঐতিহাসিক।’
পাশাপাশি তিনি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকেও ধন্যবাদ জানিয়েছেন এইরকম ঐতিহাসিক ম্যাচ আয়োজন করার জন্য। তিনি লেখেন, ‘ এত সুন্দর ম্যাচ আয়োজন করার জন্য সৌরভ গাঙ্গুলি ও তাঁর টিমকে শুভেচ্ছা জানাই।’
উল্লেখ্য, ইন্দোরের প্রথম টেস্টেরই পুনরাবৃত্তি হয়েছে ইডেনের দ্বিতীয় টেস্টে। এই টেস্টেও ইতি ঘটল তিনদিনেই। গোলাপি বলের ঐতিহাসিক টেস্ট ম্যাচ সহজেই ইনিংস ও ৪৬ রানে জিতল বিরাট কোহলির দল। রবিবারের দুপুরে ম্যাচ শুরু হওয়ার সঙ্গেই সঙ্গেই যবনিকা পতন হয়ে গেল ম্যাচের। বাংলাদেশের বাকি ৩টি উইকেট তুলতে ইশান্ত-উমেশ-শামিদের লাগল মাত্র মাত্র ৪৫ মিনিট। কারণ মেহমুদুল্লাহ রিয়াধ হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আর নামেননি খেলতে। ফলে ৪১.১ ওভারেই ১৯৫ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।