কেন্দ্রীয় সরকারের একের পর এক সিদ্ধান্তে তটস্থ হয়ে উঠেছে দেশবাসী। বর্তমান পরিস্থিতিতে মোদী সরকারের এনআরসি নীতি নিয়ে সারা দেশে হট্টগোল পড়ে গেছে। একদিকে সারা দেশে এনআরসি চালু করা হবে হুঙ্কার দিচ্ছে গেরুয়া শিবির, অন্যদিকে এর প্রতিবাদে সরব হচ্ছে সাধারণ মানুষ। বাংলায় এনআরসির প্রতিবাদে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল। কোনও অবস্থায় এনআরসি হতে দেওয়া যাবে না বলে এইবার দাবি করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাতো।
তাঁর কথায়, ‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র এনআরসি–র বিরোধিতা করেছেন।’ তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এনআরসি–র বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।’ এনআরসি–র প্রতিবাদে শনিবার পুরুলিয়ার রবীন্দ্র ভবনে তৃণমূলের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে একটি সভায় আয়োজন করা হয়। সভায় ছিলেন মন্ত্রী মলয় ঘটকও। তিনি বলেন, ‘আপনারা নিশ্চিত থাকুন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের এখানে এনআরসি হবে না। সংখ্যালঘুদের জন্য আমাদের সরকারের মতো কাজ আর কেউ করেনি।’
এদিন ভিড়ে ঠাসা সভায় জেলার সংখ্যালঘু সেলের সভাপতি শেখ রহমিন বলেন, ‘সভায় এত মানুষের উপস্থিতি প্রমাণ করছে কেন্দ্রীয় সরকারের এই দাবি অন্যায়। এর বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সকলের সহযোগিতা নিয়ে।’ এইভাবেই সারা রাজ্যে এনআরসি বিরোধী আন্দোলন জোরদার হয়ে উঠছে দিনে দিনে।