মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার সেই প্রতিশ্রুতি পালনে শুরু হল ব্যারাকপুর কর্পোরেশন গঠনের প্রক্রিয়া। সব কিছু পরিকল্পনা মাফিক চললে, আটটি পুরসভা নিয়ে তৈরি হচ্ছে নয়া কর্পোরেশন। কাঁচড়াপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর, ব্যারাকপুর ও টিটাগড়-এই আটটি পুরসভা নিয়ে গঠিত হবে ব্যারাকপুর কর্পোরেশন।
প্রশাসন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে ইতিমধ্যেই কর্পোরেশন গঠনের নির্দেশিকা এসে পৌঁছেছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে গত জুলাই মাসে জেলাশাসককে এই ব্যাপারে পুরসভাগুলির মতামত জানাতে বলা হয়। বৃহস্পতিবার উল্লেখ্য এই আটটি পুরসভাকেই চিঠি পাঠানো হয়েছে ব্যারাকপুরের মহাকুমাশাসকের তরফে।
টিটাগড়ের চেয়ারম্যান তথা জেলা তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরি এই সিদ্ধান্তের প্রশংসা করে বলছেন, “যে কর্পোরেশন হলে এলাকার উন্নয়ন আরও দ্রুত হবে। আরও ভাল করে মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব হবে”। শুধু এই নয়, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে যে এই কাজ হচ্ছে তার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। সাধারণ মানুষেরাও এই প্রস্তাবে খুব আনন্দিত। স্থানীয় বাসিন্দা শুভময় মণ্ডলের কথায়, “বারাকপুর কার্পোরেশন হলে পরিষেবা আরও ভাল হবে”।
উল্লেখ্য, বছর খানেক আগেই ব্যারাকপুরে কয়েকটি পুরসভাকে একসঙ্গে এনে কর্পোরেশনের গঠনের প্রস্তুতি শুরু হয়েছিল। তারপর বিগত লোকসভা নির্বাচনের আগে স্থানীয় বিধায়ক অর্জুন সিংয়ের আচমকা বিজপিতে যোগ দেওয়ায় রাজনৈতিক ডামাডোল সৃষ্টি হয়। কিন্তু সেসব পেরিয়ে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গঠিত হচ্ছে ব্যারাকপুর কর্পোরেশন।