বড়দিনের আগেই মহানগরীতে চালু হবে ইস্ট ওয়েস্ট মেট্রো। সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। আগামী দু-একদিনের মধ্যে এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
কেএমআরসিএল সূত্রে খবর প্রথম পর্যায়ে সল্টলেক সেক্টর-৫ থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে ট্রেন চলাচল করবে। সল্টলেক সেক্টর-৫, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল ও সল্টলেক স্টেডিয়াম- এই ছয় স্টেশনের মধ্যে পরিষেবা শুরুর প্রস্তুতি প্রায় চূড়ান্ত। উদ্বোধনের পরই শুরু হবে পরিষেবা।
পুজোর আগেই এই অংশে পরিষেবা চালু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বউবাজারে বিপর্যয় হয় । ইস্ট-ওয়েস্ট মেট্রোরই ফেজ-২-র সুড়ঙ্গ কাটার সময়ে বউবাজার এলাকার বিস্তীর্ণ অঞ্চলে মাটি বসে ধসে পড়ে বেশ কয়েকটি বাড়ি। ফলে পুজোর আগে ফেজ-১-র উদ্বোধনের ভাবনা স্থগিত রেখে বিপর্যয় মোকাবিলাতেই নজর দেয় কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড।