কালীঘাট সেতু নিয়ে আজ স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা সূত্রের খবর, এদিন ফুটপাত ডেভলপমেন্টের বিষয়েও বৈঠকে করবেন মেয়র। এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মেয়র পারিষদরাও।
সম্প্রতি বেশ কিছু সেতু বন্ধের ফলে শহর জুড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে বহিরাগত বহু মানুষদের। তার উপর কয়েক মাস আগেই কালীঘাট সেতুর ওপর বন্ধ হয়েছে ভারি যান চলাচল। তার জেরে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। সেই সমস্যার সুরাহা করতেই এবার ব্রিজ নির্মানের জন্য উদ্যোগী হয়েছে পুরসভা। সেই প্রেক্ষিতেই আজ কালীঘাটের স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করবেন মেয়র।
পুরসভা সূত্র মারফত জানা গিয়েছে শনিবার টক টু মেয়র শুরু হওয়ার আগে ফুটপাথ ডেভলপমেন্টের বিষয়েও বৈঠক করবেন মেয়র। ফুটপাথের মান বৃদ্ধি থেকে শুরু করে হকার সমস্যা এই সবকিছুই আলোচনা হবে এই বৈঠকে। এর আগেও পুরসভা ফুটপাথে হকার বসা কঠোর ভাবে নিষিদ্ধ করলেও, কলকাতার ফুটপাথে দেখা গেছে হকারদের দৌরাত্ম্য। এবার এই সমস্যার সমাধান করতেই ফের একবার উদ্যোগ নিতে চলেছে পুরসভা।