শেক্সপিয়ার বলেছিলেন, ‘নামে কী আসে যায়!’ কিন্তু যোগী রাজ্যে ‘রাম’ ও ‘নাম’ দুটোই খুব বড় ইস্যু। যে কারণে নাম বদলের রাজনীতি থেকে যেন আর সরে আসতে পারছেন না যোগী আদিত্যনাথ। একের পর এক অনেকগুলি স্টেশন থেকে শুরু করে শহরের নাম পরিবর্তন করেছেন তিনি। এবার তাজমহলের শহর আগ্রা তাঁর নিশানায়। এবার আগ্রার নাম বদলে ‘অগ্রবান’ করতে উঠে পড়ে লেগেছেন তিনি। আগ্রাকে কোনও এক সময়ে অগ্রবান নামে ডাকা হত কিনা, তা জানতে চেয়ে একটি চিঠিও দেওয়া হয়েছিল আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। অগ্রবান নামটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল ইতিহাস বিভাগকে। বিষয়টি খতিয়ে দেখে আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ সাফ জানিয়ে দিল, ‘অগ্রবান’ নামটির কোনও ঐতিহাসিক গুরুত্ব নেই। এই ঘোষণার ফলে ফের মুখ পুড়ল যোগী সরকারের।
আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ সাফ জানিয়ে দিল, ‘অগ্রবান’ নামটির কোনও ঐতিহাসিক গুরুত্ব নেই। ইতিহাসে এমন কোনও অধ্যায় নেই যেখানে আগ্রাকে অগ্রবন নামে ডাকা হত। আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সুগম আনন্দ জানিয়েছেন, ইতিহাসে এরকমও কোনও ইঙ্গিত নেই যে ঠিক কোন সময় থেকে এই জায়গাটির আগ্রা নামকরণ করা হয়েছিল বা কেন করা হয়েছিল। তবে মোঘল সম্রাট আকবরের সময়ে জায়গাটিকে আকবরবাদ বলা হত, এবিষয়ে কোনও সন্দেহ নেই। এখনও আগ্রার বেশকিছু উর্দুভাষী কবিদের ‘আকবরবাদী’ নামে ডাকা হয়। এমনকি এও জানা গিয়েছে, ইতিহাসখ্যাত সিকন্দর লোধি ১৫০৪ খ্রিস্টাব্দে এখানে আসার আগেও জায়গাটির নাম আগ্রা ছিল।
বিখ্যাত ইতিহাসবিদ তরুণ শর্মা জানাচ্ছেন, উত্তরপ্রদেশের ব্রজ অঞ্চলের ২৪টি বনের মধ্যে একটি বনের নাম ছিল অগ্রবান। কিন্তু আগ্রার নাম কখনই অগ্রবন ছিল না। তবে আগ্রাকে ইতিহাসে কখনও কখনও অঙ্গীরা ক্ষেত্র নামেও ডাকা হয়েছে কারণ আগ্রায় ভগবান কৃষ্ণের গুরু ঋষি অঙ্গীরার আশ্রম ছিল।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর যোগী যেই কাজটা সবথেকে নিষ্ঠা নিয়ে করেছেন তা হল নাম পরিবর্তন। সবার আগেই ঐতিহাসিক মুঘলসরাই স্টেশনের নাম বদলে দীনদয়াল উপাধ্যায় করে দিয়েছিলেন তিনি। পাশাপাশি, ফৈজাবাদের নাম বদলে করা হয় অযোধ্যা। শুধু তাই নয়। আখড়া পরিষদের প্রস্তাবে সায় দিয়ে এলাহাবাদের নাম বদলেও প্রয়াগরাজ করে দেন যোগী। এবারও তাঁর ইচ্ছায় আগ্রার নাম বদলে ‘অগ্রাবন’ হয়ে যাওয়া সময়ের অপেক্ষা থাকলেও আজ বিশ্ববিদ্যালয়ের এই ঘোষণা তাঁর ইচ্ছেয় কার্যত জল ঢেলে দিল।