অবশেষে বিতর্কের অবসান। পাকিস্তানে গিয়ে ডেভিস কাপের ম্যাচ খেলার ব্যাপারে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনে আপত্তি জানিয়েছিল ভারত। খেলোয়াড়দের নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে, এমনটাই মত ছিল ভারতের। বেশ কয়েকমাস ধরে চলে আসা এই বিতর্কের অবসান ঘটিয়ে এদিন আইটিএফ জানিয়ে দিল, কাজাখাস্তানের রাজধানী নুর সুলতানেই হবে ভারত-পাক ডেভিস কাপের ম্যাচ।
গত সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল ভারত বনাম পাকিস্তানের ডেভিস কাপের ম্যাচ। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হননি ভারতীয় খেলোয়াড়রা। ভারতের পক্ষ থেকে প্রথম থেকেই নিরপেক্ষ কোনও ভেন্যুর দাবি করা হয়েছিল। তবে এই সুযোগে জাতীয় দলে কামব্যাক করেন লিয়েন্ডার পেজ।
তবে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে আপত্তি ছিল পাকিস্তানের। যদিও আইটিএফ ভারতের আবেদনে সাড়া দিয়ে আগেই জানিয়েছিল নিরপেক্ষ ভেন্যুতেই ম্যাচ হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে পাকিস্তান। তাঁদের যুক্তি, ভারতীয় তীর্থযাত্রীরা যদি কর্তারপুর করিডোর দিয়ে পাকিস্তানে যেতে পারেন, তাহলে ভারতীয় খেলোয়াড়রা কেন পারবেন না।
ভারতীয় টেনিস ফেডারেশনের সিইও আখুওরি বিশ্বদীপ এই প্রসঙ্গে জানান, ‘আইটিএফ আমাদের জানিয়েছে নুর সুলতানে এই ভারত-পাক ম্যাচ হবে। আমরা এটা জানি না যে ওরা পাকিস্তানের আপিল নাকচ করে দিয়েছে কিনা। ওনারা শুধুমাত্র নতুন ভেন্যুর কথা আমাদের জানিয়েছেন।’