উত্তরোত্তর পুজোর ধুম বাড়ছে ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর। প্রথম টি-২০তে বাংলাদেশের কাছে লজ্জাজনক ভাবে হারতে হয় ভারতকে। তার আগেই গুরুর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন শাস্ত্রী। এবার উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে দেখা মিলল রবি শাস্ত্রীর।
২২ নভেম্বর দেশের প্রথম পিংক বল টেস্ট ম্যাচ। পিংক বল নিয়ে যেখানে ভারতীয় দল প্র্যাকটিসে ব্যস্ত, সেখানে রবি শাস্ত্রী পুজো করছেন, ছবিও পোস্ট করছেন। এই নিয়ে তাকে টুইটারে খোঁচা দিয়েছেন অনেকেই।
উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে রবি শাস্ত্রীর প্রার্থনা করার ভিডিয়োটি শেয়ার করেছেন মনোজ খান্দেকর নামের এক ইউজার। বেশ ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এর আগের বার যখন গুরুর শরণে দেখা গিয়েছিল রবি শাস্ত্রীকে, সেই সময়ে নেটপাড়ার মানুষজন বলছিলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন বলেই এখন পুজোর দিকে ধ্যানজ্ঞান বাড়িয়েছেন ভারতীয় দলের হেড কোচ”।