ফের তৃণমূলকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। খড়্গপুরের এক পথসভা থেকে তিনি জানান, “ভোটের সময় কেউ এসে যদি গন্ডগোল করার চেষ্ঠা করেন তাহলে তাকে খাটিয়ায় ফিরতে হবে। আর যারা গন্ডগোল করতে আসবে তারা আদেও ফিরতে পারবে কিনা তা বিজেপি ঠিক করবে”।
বৃহস্পতিবার খড়্গপুর আইআইটির সামনে উপনির্বাচনের প্রচারে এসে এক পথসভায় তৃণমূলকে এমন হুঁশিয়ারি দিয়ে মন্তব্য করলেন বিজেপি সভাপতি।
উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে খড়্গপুরে। আর এমন অবস্থায় দিলীপের এই মন্তব্য নিয়ে উত্তাপের মাত্রা আরো বাড়ছে, এমনটাই বক্তব্য রাজনৈতিক মহলের৷ এদিন তৃণমূলকে হুঁশিয়ারির পাশাপাশি দিলীপ ঘোষের দাবি, বিজেপি তৃণমূলকে ৩-০ গোল দেবে। যদিও সাধারণ মানুষের বোঝার ক্ষমতা আছে। তারা বিজেপির প্ররোচনায় পা দেবেন না এমনটাই মনে করছে তৃণমূলের নেতারা।