রাজ্যের পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর। ডিএ বাড়ছে ১২৫ শতাংশ হারে৷ বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার৷
সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ১৮ শতাংশ ডিএ-এর সঙ্গে ১০ শতাংশ হারে অতিরিক্ত অন্তর্বতীকালীন ভাতা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য৷ ১০ শতাংশ অন্তর্বর্তী ভাতা ৭ শতাংশ মহার্ঘ ভাতার সমান৷ সেই হিসেবে ডিএ বাড়ল ২৫ শতাংশ। এর সুফল পাবেন অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মচারীরাও৷
রাজ্য সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ ডিএ বৃদ্ধির পর এবার অবসরপ্রাপ্ত কর্মচারীদের ১২৫ শতাংশ ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল নবান্ন৷ ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে ডিএ পাবেন পেনশনভোগীরা৷ এই বর্ধিত ডিএ-এর সুবিধা পাবেন রাজ্য সরকারের যেকোনও দফতর থেকে অবসরপ্রাপ্ত কর্মী, পুরসভা, পঞ্চায়েতের অবসরপ্রাপ্ত কর্মচারীরা৷ সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীও এই বর্ধিত ডিএ-র অধিকারী হবেন৷
বর্তমানে ১০০ শতাংশ হারে ডিএ পান অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা৷ তবে আগামী জানুয়ারি মাস থেকে অন্তর্বর্তীকালীন আর্থিক সুবিধা প্রত্যাহার করে নেওয়া হবে৷
ডিএ বৃদ্ধি ঘোষণায় স্বাভাবিক ভাবেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া।
এবার ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর আর কোনও ফারাক থাকল না। আগামী নভেম্বরের মধ্যেই বেতন কমিশন রিপোর্ট দেবে রাজ্য সরকারকে। সেক্ষেত্রে, বেতন কাঠামো পরিবর্তনেরও সম্ভাবনা থাকছে।