‘না’ বলা শিখতে হবে শিশুকে, এই উদ্যোগ নিয়েই ‘গুড টাচ-ব্যাড টাচ’-এর প্রশিক্ষণ চালু করার পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
এই শিক্ষা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ‘চাইল্ড রাইটস অ্যান্ড ইউ’ বা ‘ক্রাই’-কে। স্কুলপড়ুয়াদের সুরক্ষা সুনিশ্চিত করতে চলতি বছরেই এক গাইডলাইন প্রকাশ করেছে স্কুলশিক্ষা দফতর। আর সেখানেই ছাত্রছাত্রীদের নিয়ে এমন বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে বলা হয়েছিল। সেই প্রেক্ষিতেই এই ‘গুড টাচ-ব্যাড টাচ’ প্রশিক্ষণকে গুরুত্ব দিচ্ছে রাজ্য।
শিশুদের যৌন নির্যাতনের ঘটনা নিয়ে যথেষ্ট পরিমাণে শঙ্কিত আম জনতা থেকে স্কুল কর্তৃপক্ষ সকলেই। আর তাই এই ঘটনা নিয়ন্ত্রণে আনতে প্রত্যক্ষ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। প্রাথমিক ভাবনা অনুসারে এবার থেকে রাজ্যের ৬ জেলার ৩০০টি সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলে ‘গুড টাচ-ব্যাড টাচ’-এর শিক্ষা দেওয়া হবে। প্রথম পর্যায়ে এই প্রকল্পটি পরীক্ষামূলক স্তরে রাখা হলেও পরে সফল হলে তা আগামী দিনে রাজ্যের সব স্কুলেই শেখানো হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, যৌন হেনস্থার বিরুদ্ধে সজাগ করতে স্পর্শ সম্পর্কে ধারণা দেওয়া হবে ছাত্রছাত্রীদের। গল্প বলার ভঙ্গিতে শিক্ষিকারা বুঝিয়ে দেবেন কোন স্পর্শ ‘ভাল’ আর কোনটা ‘খারাপ’। গোপনাঙ্গ বা প্রাইভেট পার্টস সম্পর্কেও বিস্তারিতভাবে বোঝানো হবে। তবে এই প্রকল্পে প্রথম শ্রেণি অর্থাৎ ছ’বছর বয়সের আগের কোনও পড়ুয়াকে রাখা হয়নি। স্কুলে শিক্ষা দেওয়ার পাশাপাশি অভিভাবকদেরও এই ‘গুড টাচ-ব্যাড টাচ’ সম্পর্কে সন্তানদের বোঝানোর কথা উল্লেখ করা হয়েছে। ছোট থেকেই তারা যদি গল্পের আকারে বাচ্চাদের শেখাতে শুরু করেন তাহলে পরবর্তী সময়ে সমস্যা কম হবে বলেই আশা করা হচ্ছে।