খাতায় কলমে শীত আসতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে৷ কিন্তু বুলবুলের জেরে রাজ্যে এখনই শীতের আমেজ পাওয়া যাচ্ছে৷ বিশেষ করে ভোর রাতে৷ তবে সারাদিনে এখনও বেশ গরম অনুভূত হচ্ছে। তবে সন্ধ্যা হলেই বোঝা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তন।
বুলবুল বিদায় নেওয়ার পর আজ মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ৷ হাওয়া অফিস বলছে, আজ আকাশ আংশিক মেঘলা হতে পারে৷ সর্বাধিক তাপমাত্রা ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম৷ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে৷ গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত হয়নি৷
আবহাওয়া দফতর সূ্ত্রে খবর, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা নেমে যেতে পারে ২০ ডিগ্রির নিচে৷ ফলে শীতের আমেজ পাবে বাংলার মানুষ৷ যদিও পাকাপাকিভাবে শীতের জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে৷ এখন ভোর রাতে যে শীতের আমেজ পাওয়া যাচ্ছে,তা বুলবুলের জন্য৷ ঘূর্ণিঝড় বুলবুলের জন্য কলকাতাসহ রাজ্যের তাপমাত্রা কিছুটা কমে গিয়েছে৷