সোমবার মুম্বইয়ে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যায় জম্মু ও কাশ্মীরের এক প্রতিনিধিদল। যে দলে ছিলেন রাজ্য দলের অধিনায়ক পারভেজ রসুল, জম্মু ও কাশ্মীর দলের মেন্টর ইরফান পাঠান এবং রাজ্য ক্রিকেট সংস্থার এক আধিকারিক। কোনও পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের ক্রিকেট উন্নয়নের কাজ থেমে থাকবে না। সোমবার সেই বার্তা স্পষ্ট করে দিলেন বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
বৈঠকে উপস্থিত রাজ্য ক্রিকেট সংস্থার আধিকারিক বলেছেন, ‘‘বোর্ড প্রেসিডেন্ট প্রতিনিধিদলের সদস্যদের কথা মন দিয়ে শুনেছেন। আমরা তাঁর কাছে অনুরোধ করেছি যাতে জম্মু ও কাশ্মীর ক্রিকেট উন্নয়নে তাঁর সহায়তা পাই। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।’’
সূত্রের খবর, জম্মুতে ম্যাচ আয়োজনের ব্যাপারে সৌরভ বিশেষ উদ্যোগ নিতে চলেছেন। ওই আধিকারিক বলেছেন, ‘‘আশা করছি, জম্মুতে আবার রাজ্য দল ম্যাচ খেলতে পারবে। জম্মুতে একটি কলেজের বড় মাঠ রয়েছে। সেই মাঠের উন্নতি করার কাজ শুরু হবে। খুব সম্ভবত সেখানেই প্রথম শ্রেণির ম্যাচগুলি হবে।’’