গত ২ দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দিলীপ ঘোষের ‘স্বর্ণনাড়ি’ তত্ত্ব। বিজেপি রাজ্য সভাপতির ‘গরুর দুধে সোনা’ পাওয়ার মন্তব্য এতটাই ভাইরাল হয়েছে যে রীতিমতো টুইটার ট্রেন্ডিংয়ে রয়েছে তাঁর নাম। দেশজুড়ে এরম ট্রোল কদাচিৎ কিছু নেতা মন্ত্রীদেরই হতে হয়েছে। যেই তালিকায় নাম জুড়েছে দিলীপের। কিন্তু এত বিতর্কের পরও তিনি যে দমে যাননি তা স্পষ্ট। আগের মেজাজেই ঘাসফুল শিবিরকে হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। এবার তাঁর বাণী, তৃণমূল কর্মীদের খাটিয়া করে বাইরে পাঠিয়ে দেব। আসন্ন উপনির্বাচন উপলক্ষ্যে কালিয়াগঞ্জের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি।
আসন্ন তিনটি বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রচারের মূল দায়িত্ব পড়েছে দিলীপের ওপরই। হাতে আর দিন দশেক সময় থাকায় প্রচারও চালাচ্ছেন জোর কদমে। এহেন দিলীপ কালিয়াগঞ্জের এক প্রচারসভা থেকে মঙ্গলবার বলেছেন, ‘তৃণমূল যদি বাইরে থেকে লোক এনে ভোট করানোর কথা ভাবে তাহলে ওদের কর্মীদের খাটিয়া করে করে এলাকার বাইরে পাঠিয়ে দেব। হাসপাতালে পাঠাবো নাকি অন্য কোথাও সেটাও বিজেপি-ই ঠিক করে নেবে।’
লোকসভা ভোটের আগেও একাধিকবার নিজের উস্কানিমূলক বক্তব্যের কারণে শিরোনামে উঠে এসেছেন দিলীপ। যেই কারণে সেই সময় নির্বাচন কমিশনের কাছে নালিশও জানিয়েছিল তৃণমূল। তাতে যদিও নিজের জিভ নিয়ন্ত্রণের কোনও লক্ষ্মণ দেখাননি বিজেপি রাজ্য সভাপতি। এবার উপনির্বাচনেও উস্কানির পথই বেছে নিলেন তিনি।