২ সপ্তাহ আগেই ফলপ্রকাশ হয়েছে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের। কিন্তু এখনও সেখানে সরকার গঠনের বিষয়ে বিজেপি ও শিবসেনার মধ্যে জট অব্যাহত। এখনও সে রাজ্যে মুখ্যমন্ত্রী পদের দাবিতে অনড় বিজেপির জোটসঙ্গী শিবসেনা। তাঁরা সাফ জানিয়েছে, এই বিষয়ে বিজেপির সঙ্গে কোনও নতুন বিকল্প নিয়ে আলোচনা করার পথে হাঁটতে চায় না তাঁরা।
বুধবার শিবসেনার রাজ্যসভার সাংসদ ও মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, “এখন কোনও নতুন প্রস্তাবের দরকার নেই”। তবে বুধবারই বিজেপি জানিয়ে দেয় যে, শিবসেনার সঙ্গে তাঁদের আলোচনার দরজা ২৪ ঘণ্টার জন্যে খোলা রয়েছে, তবে মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়নবিশই, এ নিয়ে কোনও আলোচনা করা বা সমঝোতা করার মতো পথ খোলা নেই।
“মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের বিষয়ে একটি চুক্তির ভিত্তিতেই আমাদের জোট গঠিত হয়েছিল। এটি এক-লাইনের একটি চুক্তি ছিল যা আমরা একসঙ্গে নির্বাচনে লড়ার আগেই ঠিক করা হয়েছিল। তাহলে এখন কেন নতুন প্রস্তাবের বিষয়ে কথা বলে সময় নষ্ট করবো”, সাংবাদিকদের সামনে এদিন স্পষ্টভাবে জানিয়ে দেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত।
এ নিয়ে কোনও ভাবেই নমনীয় হতে চায় না শিবসেনা, হাবেভাবে তা বুঝিয়ে দিয়ে ওই শিবসেনা নেতা বলেন, ‘যে প্রস্তাব আগে দেওয়া হয়েছিল সে বিষয়েই শুধু আলোচনা হতে পারে। কেনমহারাষ্ট্রে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে সেটা রাজ্যের জনগণের প্রতি অন্যায় করা হবে। তবে রাষ্ট্রপতির শাসন জারি হলে তার জন্যে কিন্তু আমরা দায়বদ্ধ থাকব না”। তিনি এও বলেন যে,”যারা এই ষড়যন্ত্র করার চেষ্টা করছে তারা আসলে জনগণের আদেশেরই অপমান করছে।”