আবার সাফল্য ভারতের মুকুটে। চলতি ১৪তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে মঙ্গলবার ভারতকে সোনার পদক এনে দিলেন মনু ভাকের। এদিন এশিয়ান চ্যাম্পিয়নশিপে ২৪৪.৩ শট করে সোনার পদক নিশ্চিত করেন তিনি। ভাকেরের ইভেন্টে চিনের কিয়ান ওয়াং এবং র্যাঙ্কসিন জিয়াং যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ জিতেছেন।
অন্যদিকে, মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ইলাভেনিল ভালারিভন, আনজুম মৌদগিল ও অপূর্বি চন্দেলা দলগত ভাবে ১৮৮৮৩.২ পেন্ট করে ভারতকে রুপোর পদক এনে দিয়েছেন। এই ইভেন্টে ১৮৯১.৭ পয়েন্ট করে সোনা পেয়েছে কোরিয়া। দলগত ভাবে দ্বিতীয় স্থানে শেষ করে ইরান।