মোদীর জমানায় যেন মানুষের রসিকতা করার কোনও অধিকার নেই। এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই নিজের কথা জানায় ফেসবুকের ওয়ালে বা হোয়াটসঅ্যাপের স্টেটাসে। তামিলনাড়ুর কন্যাকুমারীর বাসিন্দা জেবিন চার্লসও তাই করেছিলেন। আর তার শাস্তি দিল বিজেপি। এক বছরের জন্যে সোশ্যাল মিডিয়া থেকে নিষিদ্ধ করা হল ওই যুবককে।
ঘটনা হল, জেবিন নামে ওই যুবক মোদীর একটি ছবি বিকৃত করে পোস্ট করেছিলেন। না, অপমানের উদ্দেশ্যে নয়, শুধুমাত্র মজার জন্যেই। কিন্তু না, লঘু পাপে গুরু দণ্ড পেলেন তিনি।
জেবিনের ওই পোস্ট করার কয়েকদিনের মধেই থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। এরপরই আগাম জামিনের আবেদন করে হাইকোর্টে আপিল করেন অভিযুক্ত। তাতে মাদ্রাজ হাইকোর্ট সম্মতি দিয়েওছে।
কিন্তু শাস্তিস্বরূপ তাকে সোশ্যাল মিডিয়া থেকেই নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তাকে দিয়ে রেকর্ড করিয়ে বলানো হয়েছে যে, এক বছরের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই কাজ করার জন্য তাঁকে ক্ষমা চেয়ে একটি চিঠিও লেখার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি, পাশাপাশি নিষেধাজ্ঞার মধ্যে সোশ্যাল সাইট ব্যবহার করলে সরকারি আইনজীবী তাঁর আগাম জামিন বাতিলের জন্য আদালতের দ্বারস্থ হতে পারবেন বলেও জানিয়েছে আদালত।
ঘটনার কথা চাউর হতেই শুরু হয় তীব্র নিন্দার ঝড়। সকলেই বলতে থাকেন, তাঁকে দিয়ে ক্ষমা চাওয়ানো যেত কিন্তু এভাবে সোশ্যাল মিডিয়া থেকে নিষিদ্ধ করা যেন মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি। এই ঘটনা আবারও প্রমাণ করল যে মোদীর রাজ্যে রসবোধও নিয়ন্ত্রণ করবেন মোদী!