আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা দিন-রাতের ইডেন টেস্ট নিয়ে এমনিতেই আগ্রহ তুঙ্গে দেশবাসীর। কারণ, দেশের মাঠে তো বটেই, এই প্রথমবার দিন-রাতের টেস্ট খেলবে ভারত। তাই বাড়ছে আগ্রহ। আর এই টেস্ট আরও আকর্ষক হয়ে উঠতে পারে কমেন্ট্রি বক্সে মাইক হাতে মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা গেলে।
সংবাদ সংস্থার খবর অনুসারে, তেমনই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, ধারাভাষ্যের বক্সে ‘ক্যাপ্টেন কুল’কে দেখা যেতেই পারে। কারণ, সম্প্রচারকারী সংস্থা স্টার সম্ভাব্য অনুষ্ঠানের যে রূপরেখা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে দিয়েছে, তাতে সমস্ত ভারতীয় অধিনায়ককে স্মৃতি রোমন্থন করতে দেওয়ার ভাবনা রয়েছে। যা হবে গোলাপি বলে টেস্টের প্রথম দুই দিন।
এই টেস্ট উপলক্ষে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের সব টেস্ট অধিনায়ককে। আর তাঁদেরই ‘অতিথি ধারাভাষ্যকার’ হিসেবে বক্সে নিয়ে আসতে চাইছে স্টার কর্তৃপক্ষ। সেখানে তাঁরা ভারতের টেস্ট ইতিহাসে তাঁদের প্রিয় মুহূর্তগুলো নিয়ে স্মৃতি রোমন্থন করবেন। আর সেই কারণেই ধোনিকে দেখা যেতে পারে কমেন্ট্রি বক্সে। তবে তার জন্য ধোনিকে এই আমন্ত্রণ গ্রহণ করতে হবে। এর আগে এমএসডি কখনও হাজির হননি ধারাভাষ্যের বক্সে। যদি তিনি আসেন, তবে তা ইডেন টেস্টকে আরও আকর্ষণীয় করে তুলবে।