ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বিদেশে পালিয়েছেন বিজয় মালিয়া, নীরব মোদীর মতো ব্যবসায়ীরা। যার ফলে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এইমুহূর্তে ধুঁকছে। তবে এমনও অনেকজন আছে, যারা ব্যাঙ্ক থেকে লোন নিয়েও দেশেই বসে আছেন। এবার তাঁদেরকে ধরতেই নতুন অভিযানে নামলো সিবিআই। জানা গেছে, ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআই দেশের ১৬৯ টি জায়গায় তল্লাশি অভিযান চালাবে।
আজ সকাল থেকেই অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, দিল্লী, গুজরাট, হরিয়ানা, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, দাদরা ও নগর হাভেলির বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দল তল্লাশি চালাচ্ছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ১৮টি শহরের ৩৫ টি ব্যাঙ্কের ৭ হাজার কোটি টাকার জালিয়াতি মামলায় জড়িত ব্যক্তিদের বাড়ি এবং ব্যবসার জায়গায় তল্লাশি করা হবে। এর পাশাপাশি সংস্থাগুলির ডিরেক্টর ও ব্যাঙ্কের আধিকারিকের বাড়িতেও চলবে এই তল্লাশি অভিযান।
সিবিআই ইতিমধ্যেই ৭ হাজার কোটি টাকার ৩৫টি ব্যাঙ্ক জালিয়াতি মামলা নথিবদ্ধ করেছে। প্রসঙ্গত, হিরে ব্যবসায়ী নীরব মোদী ও মেহুল চোকসি ব্যাঙ্ক থেকে কয়েক হাজার কোটি টাকার ঋণ নিয়ে তা ফেরত না দিয়েই দেশের বাইরে পালিয়ে গিয়েছেন। তার আগে কিংফিসারের মালিক বিজয় মালিয়াও একই অপরাধ করে লন্ডনে গা ঢাকা দিয়ে রয়েছে। বহুদিন ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই তিনজনকেই দেশে প্রত্যার্পণ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।