‘দিদিকে বলো’র প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়করা। প্রচার সেরে ফেরার পথেই মঙ্গলবার ভয়ংকর দুর্ঘটনার সম্মুখীন হলেন ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়। জানা গিয়েছে, একটি বাইককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বিধায়কের গাড়ি। গুরুতর জখম হয়েছেন বিধায়ক ও তাঁর চালক। তবে হাসপাতাল সূত্রের খবর, তাঁদের দু’জনের অবস্থাই আপাতত স্থিতিশীল।
জানা গিয়েছে, সোমবার ‘দিদিকে বলো’ কর্মসূচির প্রচারে ধূপগুড়ির ঝাড় মাগুরমারি এলাকায় যাওয়ার কথা ছিল এলাকার বিধায়ক মিতালি রায়ের। পূর্বপরিকল্পনা মাফিক নির্দিষ্ট সময়েই কর্মসূচিতে যান মিতালিদেবী। বাসিন্দাদের সমস্যার কথা শোনেন। সমস্যা সমাধানের আশ্বাসও দেন। দলের নির্দেশে ওই এলাকায় রাতও কাটান মিতালি দেবী। মঙ্গলবার সকালে সেখান থেকে ফেরার পথে স্টেশন মোড় এলাকায় আচমকা একটি বাইক মিতালিদেবীর গাড়ির সামনে চলে আসে।
বাইকটিকে বাঁচাতে গিয়ে সামনে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় বিধায়কের গাড়ি। গুরুতর আহত হন বিধায়ক ও তাঁর গাড়ির চালক নরেন্দ্রনাথ রায়। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ধূপগুড়ি থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।