লোকসভা নির্বাচনের পর থেকেই হিড়িক উঠেছিল দলবদলের। সেই স্রোতে গা ভাসিয়ে বেশ কিছু তৃণমূল নেতাকর্মীরা যোগদান করেছিলেন গেরুয়া শিবিরে। গায়ের জোরে তৃণমূলের কিছু দলীয় কার্যালয়ও গায়ের জোরে দখল করে বিজেপি। যদিও তার প্রায় সবকটিই পুনরুদ্ধার করেছে তৃণমূল। এবার বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড় থেকে কার্যালয় পুনরুদ্ধার করল তৃণমূল।
উত্তর ২৪ পরগনা জেলার মোহনপুর পঞ্চায়েতের ১ নম্বর গ্রাম সংসদের বামনপুর লকগেট এলাকায় বিজেপির দখলে থাকা তৃণমূলের দলীয় কার্যালয় পুনরুদ্ধার করে নিল তৃণমূলেরই কয়েকশো কর্মী সমর্থক। তৃণমূল কংগ্রেসের কর্মীদের দাবি, গত ২০০০ সালে তৃণমূল কংগ্রেস তাদের এই কার্যালয়টি তৈরি করেছিল। কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অর্জুন সিং এর জয় লাভের আগে পর্যন্ত এই কার্যালয়টি তৃণমূলেরই ছিল।
গত ২৩ মে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের এই কার্যালয় দখল করে নেয় বিজেপি’র কর্মী সমর্থকেরা। সোমবার মোহনপুরের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক হয়ে সেই দলীয় কার্যালয়টি ফের বিজেপির হাত থেকে পুনরুদ্ধার করে। শুধু তাই নয়, কার্যালয়ের গায়ে আঁকা বিজেপির দলীয় প্রতীক ও ‘ভারতীয় জনতা পার্টি’ লেখা নিজেদের হাতে মুছে দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
পাশাপাশি এদিন দলীয় কার্যালয় পুনর্দখল নেওয়ার পর কার্যালয়ের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দেন তৃণমূল কর্মীরা। সূত্রের খবর, দলীয় কার্যালয়টি পুনরুদ্ধারের সময় সেখানে তৃণমূল কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর। ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস-সহ তৃণমূলের নেতৃত্ববৃন্দ।