বেঙ্গালুরুতে বিপদে পড়েছেন সমস্ত বাংলাভাষী শ্রমিকেরা। কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ওপর সাম্প্রতিক পুলিশি অভিযানের জেরে দক্ষিণের এই শহরের বেশ কয়েকটি আবাসনে বাংলাভাষী কাজের লোক না রাখতে ফ্ল্যাট মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
এই সব আবাসনের বাসিন্দারও যে এজেন্সি থেকে কাজের লোক পাঠানো হয়, সেখানে চিঠি লিখে বাংলাভাষী কাজের লোক না পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘরের কাজে বাংলাভাষী মহিলার পাশাপাশি নিরাপত্তা রক্ষী হিসেবেও বাংলাভাষী কাউকে নিযুক্ত যাতে না করা হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে।
বেঙ্গালুরু অ্যাপার্টমেন্ট ফেডারেশনের প্রেসিডেন্ট মূরলীধর রাও অবশ্য জানিয়েছেন, “ফেডারেশনের তরফে এই ধরনের কোনও নির্দেশ দেওয়া হয়নি। কোনও কোনও আবাসন নিজে থেকে এই সিদ্ধান্ত নিয়েছে”।
বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাজে রেখে কোনওরকম পুলিশি ঝামেলায় জড়াতে চান না বলে এই সব আবাসনের তরফে জানানো হয়েছে। কিন্তু এর ফলে সমস্যায় পড়েছে এ রাজ্যের বাঙালিরাও। এ রাজ্যের বাঙালি ও বাংলাদেশের বাঙালিদের মধ্যে ফারাক করতে না পারছেন না বেঙ্গালুরু বাসিন্দারা। ফলে কাজের খোঁজে বেঙ্গালুরু গিয়ে সমস্যায় পড়ছেন পশ্চিমবঙ্গের বাঙালিরাও।