রাজ্য প্রশাসনের উদ্যোগে অবশেষে ঘরে ফিরলেন কাশ্মীরে থাকা বাংলার শ্রমিকরা। সোমবার ডাউন কলকাতা-জম্মু তাওয়াই ট্রেনে ফিরেছেন প্রায় ১৩৩ জন শ্রমিক। এদিন ট্রেনটি আসানসোল স্টেশনে আসার পরই জি আর পি-র উদ্যোগে শ্রমিকদের বিস্কুট ও জল দেওয়া হয়েছে তাঁদের।
কিছুদিন আগেই কাশ্মীরে থাকা রাজ্যবাসীদের কাছ থেকেই অনুরোধ আসে মুখ্যমন্ত্রীর কাছে। গোটা বিষয়টি জানিয়ে রাজ্য সরকারের সাহায্যও চান। সেই মতই ব্যবস্থা নিতে শুরু করেন মুখ্যমন্ত্রী। কথা বলেন জম্মু কাশ্মীরের সরকারের সঙ্গেও। এরপরেই একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বাভাবিকভাবেই বিপর্যয় কাটিয়ে খানিকটা স্বস্তি বোধ করছেন তাঁরা। কথাতেই মিলল সেই প্রমাণ। যদিও এদিন রাজ্যে ফিরেই শ্রমিকরা জানিয়েছেন যে, কোনও মতেই তাঁরা আর কাশ্মীরে কাজ করতে যাবেন না। পাশাপাশি রাজ্য সরকার ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। শনিবার রাতেই জম্মু থেকে ট্রেনে উঠছেন ১৩৩ জন শ্রমিক। তাঁদের রাজ্যে ফেরার গোটা প্রক্রিয়ার ওপর নজর রেখেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। স্টেশনে তাদের আনতে গেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।