২০০০ টাকার মতো বেশি মূল্যের নোটের জোগান কমিয়ে কালো টাকার লেনদেন আটকে দেওয়ার জন্যই সরকারের তরফে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তাতেও আটকানো গেল না জাল নোটের রমরমা।
মুদ্রণ বন্ধ হয়ে যাওয়াতে বাজারে ভুয়ো ২০০০ টাকার নোট চলে এসেছে। শনিবারই তেলঙ্গানা থেকে ছ’কোটি টাকার ভুয়ো নোট সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ কমিশনার তফসির ইকবাল জানান, “জাল নোটের কারবার অনেকদিন ধরেই চালাচ্ছে এই পাঁচ অভিযুক্ত। এরা মূলত জাল নোট বাজারে বিক্রি করে। ২০০০ টাকার জাল নোট বাজারে ২০ শতাংশ ছাড়ে বিক্রি করে। এরকম বহু অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে”।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ চণ্ডিগণ, কোয়েম্বাটুর থেকেও একাধিক ব্যক্তিকে জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে। কর্নাটক থেকেও সাতকোটি টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে ছ’কোটি টাকার যে জাল নোট পাওয়া গিয়েছে, তার বাজার মূল্য ৯০,০০০ টাকা।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, কালো টাকার লেনদেন রুখতে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি অর্থবর্ষে একটিও ২০০০ টাকার নোট ছাপানো হয়নি। ২০১৬–১৭ আর্থিক বর্ষে ৩,৫৪২.৯৯১ মিলিয়ন ২ হাজার টাকার নোট ছাপানো হয়েছিল। সেখানে ২০১৭–১৮ সালে তা নেমে দাঁড়ায় মাত্র ১১১.৫০৭ মিলিয়ন নোটে। ২০১৮–১৯ সালে তা আরও কমিয়ে করা হয় মাত্র ৪৬.৬৯০ মিলিয়ন।