আজ দিল্লীতে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজ। এরপর হবে টেস্ট সিরিজ। যার একটি অনুষ্ঠিত হবে ইডেনে। আর সেই টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে একের পর এক উদ্যোগ নিচ্ছে সিএবি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছিল, সেই টেস্ট ম্যাচের প্রথম দিন ইডেনে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সূত্র মারফত জানা গেল, হাসিনাকে বল-আকৃতির স্মারক ও সোনার মুদ্রা দিয়ে সম্মানিত করার পরিকল্পনা রয়েছে সিএবি-র। আগামী সপ্তাহেই তা সরকারি ভাবে ঘোষণা করে দেওয়া হবে।
টেস্টকে আকর্ষণীয় করে তুলতে প্রাক্তন ভারতীয় টেস্ট অধিনায়কদেরও আমন্ত্রণ জানাচ্ছে সিএবি। ভারত-বাংলাদেশ ম্যাচের প্রথম দু’দিন দেখা যেতে পারে ভারতের সমস্ত টেস্ট অধিনায়ককে। সিএবি-র পরিকল্পনা, প্রথম দিন জাতীয় সঙ্গীতের সময় দু’দলের ক্রিকেটারদের সঙ্গে প্রাক্তন অধিনায়কেরাও যোগ দেবেন।
টেস্টের তৃতীয় দিন ‘সাপার ব্রেক’-এ আয়োজন করা হয়েছে বিশেষ ‘টক শো’-র। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ সালের সেই ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতিচারণা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিংহ, রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলে। এখানেই শেষ নয়। এইচআইভি ও ক্যানসারে আক্রান্ত শিশুদের নিয়ে ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে প্রত্যেক দিন সাপার ব্রেকে। শোনা যাচ্ছে, শিশুদের সঙ্গে ধারাভাষ্যকারেরাও খেলায় যোগ দেবেন। এমনকি ইডেনে গোলাপি বলের অনুশীলনও সরাসরি সম্প্রচার হতে পারে। এমনকি সমর্থকদের জন্য খুলে দেওয়া হবে ‘বি’ ও ‘এল’ ব্লক। বিনামূল্যে বিরাট কোহালিদের ঐতিহাসিক টেস্টের প্রস্তুতি দেখার সুযোগও পাবেন সমর্থকেরা।