উপনির্বাচন ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। প্রস্তুতি চলছে করিমপুরেও। করিমপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়। গতকাল যার সমর্থনে তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক বিশাল মিছিলের।
তৃণমূল কর্মীদের কথায়, ‘নির্বাচন ঘোষণার পর তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিলেও মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। যে কারণে শনিবার থেকে প্রচার শুরু করে আমরা অনেকটাই এগিয়ে থাকব। দলের নির্দেশ মতো এলাকার বেশিরভাগ জায়গাতেই দেওয়াল দখল করে দলের প্রতীকে ভোট দেওয়ার জন্য আবেদন করা হয়েছে, এখন শুধু প্রার্থীর নাম লিখতে বাকি। সেটাও আগামী দু–এক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। সেই সঙ্গে প্রশান্ত কিশোরের টিমের কয়েকজন করিমপুরে এসে প্রার্থী–সহ এলাকার সমস্ত স্তরের কর্মীদের সঙ্গে নির্বাচনে জয় লাভ সুনিশ্চিত করতে আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন। শনিবার থেকেই যেখানে যেখানে মিটিং মিছিল হবে তার জন্য প্রশাসনের অনুমতির জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে উপ নির্বাচনে বড় ব্যবধানে জয়ই এখন তৃণমূলের মূল লক্ষ্য
গতকাল বিমলেন্দু নতিডাঙা মোড় থেকে জামতলা মোড় দলীয় কার্যালয় পর্যন্ত মিছিল করেন। প্রার্থীর সঙ্গে এলাকার নেতা–কর্মীদের পরিচিতি ঘটানোর পর শনিবার থেকেই প্রচার শুরু করার কথা জানিয়ে দেওয়া হয়। এরপর এদিনের বৈঠকে করিমপুর বিধানসভার ১ ও ২ ব্লকের সভাপতি তরুণ সাহা, রাজু মল্লিক ও ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল সভাপতি এবং এলাকার নেতৃত্বদের নিয়ে আগামী কয়েকদিনের নির্বাচনী কর্মসূচি তৈরি করে উপস্থিত সকলকে জানিয়ে দেওয়া হয়।