কখনও এগিয়ে যাচ্ছে আর্সেনাল, আবার পর মুহূর্তেই এগিয়ে যাচ্ছে লিভারপুল। দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চরমে। কেউ কাউকে জমি ছেড়ে দিতে নারাজ। এও উত্তেজনাপূর্ন ম্যাচে শেষ হাসি হাসল লিভারপুল। টাই-ব্রেকারে আর্সেনালকে হারিয়ে লিগ কাপের শেষ আটে উঠল লিভারপুল। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল ছিল ৫-৫। অ্যানফিল্ডে দশ গোলের থ্রিলারের সমাপ্তি ঘটল পেনাল্টি শ্যুট আউটে। এই পর্বে ৫-৪ ব্যবধানে জিতল জুরগেন ক্লপের দল। হারলেও প্রশংসা কুড়িয়েছে আর্সেনাল।
ম্যাচের ষষ্ঠ মিনিটে মুস্তাফির আত্মঘাতী গোলে লিড নেয় লিভারপুল (১-০)। এরপর অবশ্য ম্যাচে প্রাধান্য বিস্তার করে আর্সেনাল। ১৯ মিনিটে টোরেইরা সমতায় ফেরান দলকে (১-১)। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মার্তিনেলির জোড়া গোল আর্সেনালকে এগিয়ে দেয় (২-১), (৩-১)। বিরতির আগে পেনাল্টি থেকে ৩-২ করেন লিভারপুলের মিলনার। দ্বিতীয়ার্ধের প্রারম্ভিক পর্বে মেটল্যান্ড-নাইলসের গোল আর্সেনাল সমর্থকদের উদ্দীপ্ত করে (৪-২)। ৫৮ মিনিটে লিভারপুলের তৃতীয় গোল অ্যালেক্স অক্সলেড চেম্বারলিনের (৪-৩)। তাঁর এই দুরন্ত গোল ফুটবলপ্রেমীদের স্মৃতির মণিকোঠায় বহুদিন অম্লান হয়ে থাকবে। এরপর লিভারপুলের ডিভক ওরিগি লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান (৪-৪)। ৭০ মিনিটে উইলকের গোলে ম্যাচ আবার ঝুঁকে পড়ে আর্সেনালের দিকে (৫-৪)। কিন্তু হাল ছাড়েননি ওরিগি। সংযোজিত সময়ে তাঁর দুরন্ত গোল লাইফলাইন এনে দেয় ক্লপ-ব্রিগেডকে (৫-৫)। নির্ধারিত সময়ে এই ফল থাকায় ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। এই পর্বে আর্সেনালের সেবায়সের শট রুখে দেন লিভারপুলের দুর্গপ্রহরী কেলার। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় লিভারপুল।